Ajker Patrika

তাসকিনের চোট নিয়ে যা বললেন বিসিবি চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯: ১২
তাসকিনের চোট নিয়ে যা বললেন বিসিবি চিকিৎসক

তাসকিন আহমেদের পুরোনো শত্রু চোট। চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শুরুর আগের দিন আরও একবার এ শত্রু চেপে বসে তাঁর সাইড স্ট্রেইনে (পাঁজরের ব্যথা)। ফলে ওই টেস্ট থেকে ছিটকে যান এ পেসার। চোট বেশ গুরুতর না হলেও তাসকিনের সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ রায় চৌধুরী। 

যার ফলে আগামী মাসে ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও সুযোগ হয়নি তাসকিনের। তবে ধোঁয়াশা ছিল কবে নাগাদ দলে ফিরবেন তিনি। ফেরা অবশ্যই নির্ভর করছে তাঁর ফিট হওয়ার ওপর। 

মিরপুর শেরেবাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনের সবশেষ খবর নিয়ে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিনের গ্রেড ওয়ান চোট। সাধারণত এ ধরনের সাইড স্ট্রেইন নিয়ে তিন সপ্তাহ বিশ্রামের পর আমরা আসলে মন্তব্য করতে পারি। এমনকি খুব অল্প মাত্রার সাইড স্ট্রেইন হলেও দেখা যায় যে তিন চার সপ্তাহ সময় লেগে যায়। মূলত ওর (তাসকিন) স্ট্রেইন গ্রেড ওয়ান।’ 

বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘ঈদের পর তিন সপ্তাহ সম্পন্ন হবে তাসকিনের। এরপর আরও সপ্তাহখানেক সময় লাগবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে। আমরা এই মন্তব্য করতে পারব তিন সপ্তাহ পর, ওর কেমন উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে।’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেলেও হাতের আঙুলের চোটে ছিটকে যান ওপেনার জাকির হাসান। তবে এই ব্যাটার ঈদের পরই ফিরতে পারবেন বলে আশাবাদী দেবাশীষ, ‘জাকিরের পুনর্বাসন জাতীয় দলের ফিজিওর অধীনে চলছে। ওর উন্নতি সন্তোষজনক। আশা করছি ঈদের পর ফিট পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত