ক্রীড়া ডেস্ক
টেস্ট ক্রিকেট থেকে ডেভিড ওয়ার্নারের অবসরের ঘোষণা দেওয়ার সময় থেকেই আলোচনা হচ্ছিল অস্ট্রেলিয়ান ওপেনারের উত্তরসূরি হবেন কে? ওপেনিংয়ে খেলেন এমন বেশ কজন ক্রিকেটারের নামও এসেছিল সেই আলোচনায়।
ওয়ার্নার তো নিজের উত্তরসূরি হিসেবে মার্কাস হ্যারিসের নাম বলে সমালোচনার মুখেও পড়েছেন। তবে প্রথাগত ওপেনারদের টেক্কা দিয়েছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁকে ওপেনিংয়ে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
এতে করে ওয়ার্নারের উত্তরসূরি নিয়ে সব জল্পনার অবসান হয়েছে। সঙ্গে স্মিথের ইচ্ছাও পূরণ হয়েছে। কেননা, কিছুদিন আগে নিজেই সতীর্থ ওয়ার্নারের জায়গায় খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তাঁর সেই আগ্রহে এবার সাড়া দিয়েছেন বেইলি।
আজ দুই টেস্ট সিরিজের দল ঘোষণার সময় এমনটিই জানিয়েছেন বেইলি। প্রধান নির্বাচক বলেছেন, ‘বিশ্বাস করি সে তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় লিখতে আগ্রহী। খুব বেশি দূরে তাকাচ্ছি না...তবে সমস্ত অভিপ্রায় ও উদ্দেশ্য হচ্ছে স্টিভ সেখানে ব্যাটিং করতে চায়। এটা নিঃস্বার্থ যে কেউ একজন একটি পজিশনে বা মিডল অর্ডারে এতটা ভালো সাফল্য পেয়েছে যে সে খোলামেলা এবং ইচ্ছুক নতুন বা ভিন্ন পজিশনে ভালো কিছু করতে।’
টেস্টে তিন থেকে নয় পর্যন্ত কমপক্ষে একবার ব্যাটিং করলেও কখনো ওপেনিংয়ে নামা হয়নি স্মিথের। ৩৪ বছর বয়সী ব্যাটার এবার নতুন পরিচয় দেওয়ার সুযোগ পাচ্ছেন। স্মিথ ওপরে উঠে যাওয়ায় তাঁর জায়গায় ব্যাটিং করবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৩ সদস্যের দলে ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবে ম্যাট রেনশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
আগামী ১৭ জানুয়ারি শুরু হওয়া টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সংস্করণে দলকে নেতৃত্বও দেবেন স্মিথ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জাই রিচার্ডসন, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।
টেস্ট ক্রিকেট থেকে ডেভিড ওয়ার্নারের অবসরের ঘোষণা দেওয়ার সময় থেকেই আলোচনা হচ্ছিল অস্ট্রেলিয়ান ওপেনারের উত্তরসূরি হবেন কে? ওপেনিংয়ে খেলেন এমন বেশ কজন ক্রিকেটারের নামও এসেছিল সেই আলোচনায়।
ওয়ার্নার তো নিজের উত্তরসূরি হিসেবে মার্কাস হ্যারিসের নাম বলে সমালোচনার মুখেও পড়েছেন। তবে প্রথাগত ওপেনারদের টেক্কা দিয়েছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁকে ওপেনিংয়ে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
এতে করে ওয়ার্নারের উত্তরসূরি নিয়ে সব জল্পনার অবসান হয়েছে। সঙ্গে স্মিথের ইচ্ছাও পূরণ হয়েছে। কেননা, কিছুদিন আগে নিজেই সতীর্থ ওয়ার্নারের জায়গায় খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তাঁর সেই আগ্রহে এবার সাড়া দিয়েছেন বেইলি।
আজ দুই টেস্ট সিরিজের দল ঘোষণার সময় এমনটিই জানিয়েছেন বেইলি। প্রধান নির্বাচক বলেছেন, ‘বিশ্বাস করি সে তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় লিখতে আগ্রহী। খুব বেশি দূরে তাকাচ্ছি না...তবে সমস্ত অভিপ্রায় ও উদ্দেশ্য হচ্ছে স্টিভ সেখানে ব্যাটিং করতে চায়। এটা নিঃস্বার্থ যে কেউ একজন একটি পজিশনে বা মিডল অর্ডারে এতটা ভালো সাফল্য পেয়েছে যে সে খোলামেলা এবং ইচ্ছুক নতুন বা ভিন্ন পজিশনে ভালো কিছু করতে।’
টেস্টে তিন থেকে নয় পর্যন্ত কমপক্ষে একবার ব্যাটিং করলেও কখনো ওপেনিংয়ে নামা হয়নি স্মিথের। ৩৪ বছর বয়সী ব্যাটার এবার নতুন পরিচয় দেওয়ার সুযোগ পাচ্ছেন। স্মিথ ওপরে উঠে যাওয়ায় তাঁর জায়গায় ব্যাটিং করবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৩ সদস্যের দলে ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবে ম্যাট রেনশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
আগামী ১৭ জানুয়ারি শুরু হওয়া টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সংস্করণে দলকে নেতৃত্বও দেবেন স্মিথ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জাই রিচার্ডসন, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে