৯০ হাজার রুপির ছাগল চুরি হওয়ায় হতাশ কামরানরা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

খেলার বাইরে বিচিত্র সব খবরের শিরোনাম হওয়ার জন্য বিখ্যাত পাকিস্তানের ক্রিকেটার কামরান আকমল। আরও একবার বিচিত্র কারণে খবর হলেন এই ক্রিকেটার। কোরবানির ঈদের আগেই চুরি হয়েছে ঈদের জন্য কেনা তাঁদের ছাগল।

চুরি যাওয়া এই ছাগলের দামও একেবারে কম নয়। কামরান-উমরদের বাবা মোহাম্মদ আকমল জানিয়েছেন, তাঁদের চুরি যাওয়া ছাগলটির মূল্য ৯০ হাজার রুপি।

লাহোরে কামরানরা যে আবাসিক এলাকায় থাকেন সেখান থেকেই চুরি হয়েছে ছাগলটি। ঈদ উপলক্ষ্যে এবার ৬টি ছাগল কিনেছিলেন কামরানরা। ঘরের বাইরে সেগুলো রাখা হয়েছিল। রাত ৩টার দিকে সেই ছয় ছাগলের সবচেয়ে দামিটিই চুরি হয়েছে বলে জানা গেছে। তবে ছাগল চোরের সন্ধান চলছে বলেও জানান মোহাম্মদ আকমল।

ছাগল চুরি নিয়ে হতাশ কামরানের বাবা বলেন, ‘চোরেরা ছয় ছাগলের সেরাটাকেই নিয়ে গেছে। এই ছাগলটির মূল্য ৯০ হাজার রুপি।’ তবে ছাগল পাওয়ার আশা এখনো হারাননি আকমলরা। হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ চুরি হওয়া ছাগল উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। এখন ঈদের আগে চুরি হওয়া ছাগল উদ্ধার হয় কি না সেটাই দেখার অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত