ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের জয়রথ ছুটছেই। ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের মেয়েরা ধরে রেখেছেন টি-টোয়েন্টি সিরিজেও।
পি সারা ওভালে আজ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম টি-টোয়েন্টি। ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে সময় লাগলও জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। ৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা গড়েন ৩৭ বলে ৪০ রানের জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে ভেঙেছে এই উদ্বোধনী জুটি। ২২ বলে ২০ রান করা সাথিকে ফেরান শ্রীলঙ্কার মালশা শেহানি। সাথি তাঁর ইনিংসে মেরেছেন ৩ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামীমা ও সোবহানার ৫৪ বলে ৫৬ রানের জুটিতেই মূলত বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ১৫তম ওভারের শেষ বলে শামীমাকে কট অ্যান্ড বোল্ড করেন থারুকা শেহানি। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন শামীমা।
৯৬ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের রানের চাকা কিছুটা ধীরগতির হয়ে যায়। ১৭.৫ ওভারে স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১০৮ রান। তবে সেটা বাংলাদেশের জয়ের পথে খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ১৯তম ওভারের পঞ্চম বলে মুর্শিদা খাতুন সিঙ্গেল নিলেই বাংলাদেশ নারী ‘এ’ দল পায় জয়ের স্বাদ। ৭ উইকেটে জয়ী বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার শামীমা।
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাবেয়া। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দুই লঙ্কান ওপেনার কৌশিনী নুথিয়াঙ্গা ও নেথমি পূর্ণা গড়েন ৭৩ বলে ৭২ রানের জুটি। এই উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারায় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করে স্বাগতিকেরা। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার নুথিয়াঙ্গা। ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ফাহিমা খাতুন নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের এই লেগস্পিনার ৩ ওভারে খরচ করেন ১২ রান।
এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। প্রথম ওয়ানডে পানাগোডার আর্মি গ্রাউন্ডসের আউটফিল্ড ভেজা থাকায় একটা বলও খেলা হয়নি। থুর্স্টানে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কায় টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের নারী ক্রিকেটাররা কালই আবার ময়দানে নামবেন। পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল।
শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের জয়রথ ছুটছেই। ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের মেয়েরা ধরে রেখেছেন টি-টোয়েন্টি সিরিজেও।
পি সারা ওভালে আজ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম টি-টোয়েন্টি। ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে সময় লাগলও জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। ৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা গড়েন ৩৭ বলে ৪০ রানের জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে ভেঙেছে এই উদ্বোধনী জুটি। ২২ বলে ২০ রান করা সাথিকে ফেরান শ্রীলঙ্কার মালশা শেহানি। সাথি তাঁর ইনিংসে মেরেছেন ৩ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামীমা ও সোবহানার ৫৪ বলে ৫৬ রানের জুটিতেই মূলত বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ১৫তম ওভারের শেষ বলে শামীমাকে কট অ্যান্ড বোল্ড করেন থারুকা শেহানি। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন শামীমা।
৯৬ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের রানের চাকা কিছুটা ধীরগতির হয়ে যায়। ১৭.৫ ওভারে স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১০৮ রান। তবে সেটা বাংলাদেশের জয়ের পথে খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ১৯তম ওভারের পঞ্চম বলে মুর্শিদা খাতুন সিঙ্গেল নিলেই বাংলাদেশ নারী ‘এ’ দল পায় জয়ের স্বাদ। ৭ উইকেটে জয়ী বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার শামীমা।
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাবেয়া। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দুই লঙ্কান ওপেনার কৌশিনী নুথিয়াঙ্গা ও নেথমি পূর্ণা গড়েন ৭৩ বলে ৭২ রানের জুটি। এই উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারায় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করে স্বাগতিকেরা। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার নুথিয়াঙ্গা। ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ফাহিমা খাতুন নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের এই লেগস্পিনার ৩ ওভারে খরচ করেন ১২ রান।
এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। প্রথম ওয়ানডে পানাগোডার আর্মি গ্রাউন্ডসের আউটফিল্ড ভেজা থাকায় একটা বলও খেলা হয়নি। থুর্স্টানে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কায় টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের নারী ক্রিকেটাররা কালই আবার ময়দানে নামবেন। পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে