দেশে ফিরলেন মাহমুদউল্লাহ, নাসুম ও আফিফ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ জুলাই ২০২২, ১৬: ০৩
Thumbnail image

আগের দিন প্রথম দফায় ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দ্বিতীয় দফায় আজ সকাল ১১টায় দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ,আফিফ হোসেন ও নাসুম আহমেদ। 

সিলেট হয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফেরেন তারা।নাসুম সিলেটে নেমে গেছেন। আফিফ  ও মাহমুদউল্লাহ এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিকে ছুটি কাটাতে লন্ডনে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাকিরা আজ বিকেল সাড়ে পাঁচটায় দেশে ফেরার কথা আছে। বিদেশি কোচিং স্টাফদের বেশির ভাগ ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিজ দেশে ছুটিতে যাবেন।ছুটি কাটিয়ে কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সিডন্স যাবেন অস্ট্রেলিয়ায়, তিনিও জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত