রানা আব্বাস, দুবাই থেকে
আরেকটি হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ দলের। বাংলাদেশ দল সুপার টুয়েলভ শেষ করেছে কোনো জয় ছাড়াই। দুবাইয়ে গতকাল অস্ট্রেলিয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ উত্তর দিলেন অনেক ঝাঁজালো প্রশ্নের—
ব্যর্থতার পরও অধিনায়কত্ব ধরে রাখা
‘এটা তো আমার হাতে নেই, সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডের। আমার তরফ থেকে সব সময়ই চেষ্টা করেছি দলকে আগলে রাখতে, ভালো পারফরম্যান্স আদায় করতে। আমার অধিনায়কত্বে হয়তো ভুল ছিল, আমি ওভাবে পারফরম্যান্স আদায় করে নিতে পারিনি।’
হতশ্রী পারফরম্যান্সের ব্যাখ্যা কী
‘নিজেও অনেক প্রশ্নের উত্তর খুঁজছি। প্রশ্নের উত্তর নিজেও জানি না। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দুটো বাদে খুবই বাজে খেলেছি। একটা দল হিসেবে এটা খুবই হতাশার। আপনি যদি বিগত সিরিজগুলো দেখেন, প্রথম ম্যাচ জিতেছি, ভালো ছন্দ পেয়েছি। পরেরটা জিতেছি আবার ছন্দ পেয়েছি। মনে করি ছন্দটা পাওয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন কোনো টুর্নামেন্ট শুরু করি। আত্মবিশ্বাস তৈরিতে ছন্দটা প্রয়োজন হয়ে পড়ে। শুরুতে ওটাতে ব্যাঘাত ঘটেছে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা জিততে পারতাম, তখন হয়তো ছন্দটা পাওয়া যেত। সবাই অনেক উজ্জীবিত থাকত। এখন এ কথাগুলো বলেও লাভ নাই। আমরা বাজে খেলেছি। খুব হতাশ যে আমরা যেভাবে ব্যাটিং করেছি, এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।’
টি-টোয়েন্টি থেকে অবসরের ভাবনা
‘না, এ মুহূর্তে আমি ওরকম কোনো চিন্তা করছি না।’
প্রধান কোচ ডমিঙ্গোর যোগ্যতা
‘এটা আমার পক্ষে বলা কঠিন। কারণ, যতটুকু বুঝি যে খেলোয়াড়দের মধ্যে কোনো সমস্যা নেই। খেলোয়াড়-কোচিং স্টাফদের মধ্যেও কোনো সমস্যা নেই। যে সিদ্ধান্তের কথা বললেন, ওটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের ব্যাপার। আমি অধিনায়ক বা সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব দলের খেলোয়াড়দের পাশে থাকা, তাদের আগলে রাখা বা তাদের উজ্জীবিত করা; তাদের কাছ থেকে সেরা পারফরম্যান্স আদায় করে নেওয়া। এগুলোয় বেশি মনোযোগী ছিলাম।’
ক্রিকেটারদের বিস্ফোরক প্রতিক্রিয়া
‘সম্ভবত আবেগময় হয়ে এমন উত্তর দিয়েছি (প্রথম রাউন্ড শেষে সংবাদ সম্মেলনে)। আমরা গত চার-পাঁচ মাস অবিরাম ক্রিকেট খেলছি। পরিবার থেকে দূরে আছি। জৈব সুরক্ষাবলয়ের কথা এখন আপনারাও জানেন যে একটা ধকল রয়েছে। অনুশীলনের কিছু ইস্যু নিয়ে কথা হলো। একজন ক্রিকেটার কিন্তু বুঝবে তার বিরতি দরকার নাকি অনুশীলন প্রয়োজন। শরীর এবং মনেরও একটা ব্যাপার থাকে। আমি এগুলো কোনো অজুহাত হিসেবে বলছি না। তবে এই জিনিসগুলো আমাদেরও বোঝা প্রয়োজন। খেলোয়াড়দের পক্ষ থেকে বলছি যে এটা ওদের জন্য অনেক সময় মানিয়ে নেওয়া কঠিন। সমালোচনা সব সময়ই হবে, কখনোই বলিনি যে সমালোচনা হবে না। দেশ ও দলের হয়ে ভালো করা আমাদের দায়িত্ব। যখন আপনি করবেন না (পারফর্ম) তখন সমালোচিত হতে হবে। সবকিছুরই একটা নির্দিষ্ট কার্যকারণ থাকে। অনেক কিছু অনেক সময় বুঝি আবার হয়তো এড়িয়ে যাই। ওমানের ওই সংবাদ সম্মেলনে বলেছিলাম, সেটা আবেগময় হয়ে বলেছিলাম। অনেক সময় আমার ভেতর অনেক আবেগ কাজ করে।’
বিসিবি সভাপতির সমালোচনা
‘(নাজমুল হাসান) পাপন ভাইয়ের ব্যক্তিগত বিষয়। তিনি যেটা ভালো মনে করেছেন বলেছেন এবং আমাদের সঙ্গে পরে তিনি মিটিংও করেছেন, কথা বলেছেন। তখন অনেক ইতিবাচক কথাই বলেছেন আমাদের। দিন শেষে সবকিছু নির্ভর আমাদের পারফরম্যান্সের ওপর। এর বাইরে কিছু নেই।’
আরেকটি হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ দলের। বাংলাদেশ দল সুপার টুয়েলভ শেষ করেছে কোনো জয় ছাড়াই। দুবাইয়ে গতকাল অস্ট্রেলিয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ উত্তর দিলেন অনেক ঝাঁজালো প্রশ্নের—
ব্যর্থতার পরও অধিনায়কত্ব ধরে রাখা
‘এটা তো আমার হাতে নেই, সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডের। আমার তরফ থেকে সব সময়ই চেষ্টা করেছি দলকে আগলে রাখতে, ভালো পারফরম্যান্স আদায় করতে। আমার অধিনায়কত্বে হয়তো ভুল ছিল, আমি ওভাবে পারফরম্যান্স আদায় করে নিতে পারিনি।’
হতশ্রী পারফরম্যান্সের ব্যাখ্যা কী
‘নিজেও অনেক প্রশ্নের উত্তর খুঁজছি। প্রশ্নের উত্তর নিজেও জানি না। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দুটো বাদে খুবই বাজে খেলেছি। একটা দল হিসেবে এটা খুবই হতাশার। আপনি যদি বিগত সিরিজগুলো দেখেন, প্রথম ম্যাচ জিতেছি, ভালো ছন্দ পেয়েছি। পরেরটা জিতেছি আবার ছন্দ পেয়েছি। মনে করি ছন্দটা পাওয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন কোনো টুর্নামেন্ট শুরু করি। আত্মবিশ্বাস তৈরিতে ছন্দটা প্রয়োজন হয়ে পড়ে। শুরুতে ওটাতে ব্যাঘাত ঘটেছে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা জিততে পারতাম, তখন হয়তো ছন্দটা পাওয়া যেত। সবাই অনেক উজ্জীবিত থাকত। এখন এ কথাগুলো বলেও লাভ নাই। আমরা বাজে খেলেছি। খুব হতাশ যে আমরা যেভাবে ব্যাটিং করেছি, এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।’
টি-টোয়েন্টি থেকে অবসরের ভাবনা
‘না, এ মুহূর্তে আমি ওরকম কোনো চিন্তা করছি না।’
প্রধান কোচ ডমিঙ্গোর যোগ্যতা
‘এটা আমার পক্ষে বলা কঠিন। কারণ, যতটুকু বুঝি যে খেলোয়াড়দের মধ্যে কোনো সমস্যা নেই। খেলোয়াড়-কোচিং স্টাফদের মধ্যেও কোনো সমস্যা নেই। যে সিদ্ধান্তের কথা বললেন, ওটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের ব্যাপার। আমি অধিনায়ক বা সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব দলের খেলোয়াড়দের পাশে থাকা, তাদের আগলে রাখা বা তাদের উজ্জীবিত করা; তাদের কাছ থেকে সেরা পারফরম্যান্স আদায় করে নেওয়া। এগুলোয় বেশি মনোযোগী ছিলাম।’
ক্রিকেটারদের বিস্ফোরক প্রতিক্রিয়া
‘সম্ভবত আবেগময় হয়ে এমন উত্তর দিয়েছি (প্রথম রাউন্ড শেষে সংবাদ সম্মেলনে)। আমরা গত চার-পাঁচ মাস অবিরাম ক্রিকেট খেলছি। পরিবার থেকে দূরে আছি। জৈব সুরক্ষাবলয়ের কথা এখন আপনারাও জানেন যে একটা ধকল রয়েছে। অনুশীলনের কিছু ইস্যু নিয়ে কথা হলো। একজন ক্রিকেটার কিন্তু বুঝবে তার বিরতি দরকার নাকি অনুশীলন প্রয়োজন। শরীর এবং মনেরও একটা ব্যাপার থাকে। আমি এগুলো কোনো অজুহাত হিসেবে বলছি না। তবে এই জিনিসগুলো আমাদেরও বোঝা প্রয়োজন। খেলোয়াড়দের পক্ষ থেকে বলছি যে এটা ওদের জন্য অনেক সময় মানিয়ে নেওয়া কঠিন। সমালোচনা সব সময়ই হবে, কখনোই বলিনি যে সমালোচনা হবে না। দেশ ও দলের হয়ে ভালো করা আমাদের দায়িত্ব। যখন আপনি করবেন না (পারফর্ম) তখন সমালোচিত হতে হবে। সবকিছুরই একটা নির্দিষ্ট কার্যকারণ থাকে। অনেক কিছু অনেক সময় বুঝি আবার হয়তো এড়িয়ে যাই। ওমানের ওই সংবাদ সম্মেলনে বলেছিলাম, সেটা আবেগময় হয়ে বলেছিলাম। অনেক সময় আমার ভেতর অনেক আবেগ কাজ করে।’
বিসিবি সভাপতির সমালোচনা
‘(নাজমুল হাসান) পাপন ভাইয়ের ব্যক্তিগত বিষয়। তিনি যেটা ভালো মনে করেছেন বলেছেন এবং আমাদের সঙ্গে পরে তিনি মিটিংও করেছেন, কথা বলেছেন। তখন অনেক ইতিবাচক কথাই বলেছেন আমাদের। দিন শেষে সবকিছু নির্ভর আমাদের পারফরম্যান্সের ওপর। এর বাইরে কিছু নেই।’
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে