নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন আন্দ্রে রাসেল-তামিম ইকবালরা। মাশরাফি বিন মুর্তজা প্রস্তুতি নিচ্ছিলেন বোলিং শুরুর। অন্যরা ব্যস্ত ফিল্ডিংয়ে। এমন সময়ই এম এ আজিজ স্টেডিয়ামে নামল হেলিকপ্টারটি। ধুলো ওড়াতে ওড়াতে হেলিকপ্টারটি নামতে দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মিনিস্টার ঢাকার ক্রিকেটারদের মধ্যে।
এ সময় সবাই অনুশীলন থামিয়ে অপেক্ষা করেন মাঠের এক প্রান্তে। ধুলো থেকে বাঁচতে কেউ কেউ হাত চেপে ধরেন নাকমুখে।
পরে অবশ্য জানা গেল, হেলিকপ্টারটি নামার অনুমতি আগেই নেওয়া ছিল। অবশ্য হরহামেশাই এই স্টেডিয়ামে হেলিকপ্টার নামে। কখনো ভিআইপি, কখনো রোগী আনা-নেওয়ার ঘটনা ঘটে হেলিকপ্টারে। এবার হেলিকপ্টারটি নামল জরুরি ভিত্তিতে দুর্ঘটনায় আহত গুরুতর এক রোগীকে ঢাকায় নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হয় মাঠের ভেতর। পরে হেলিকপ্টারটি সেই রোগীকে নিয়ে উড়াল দেয় গন্তব্যে। এরপর আবার অনুশীলন শুরু করেন তামিম-রাসেলরা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, মানবিক কারণে হেলিকপ্টারটিকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।
শামীম বলেন, হেলিকপ্টার নামার বিষয়টি আগেই ক্রিকেট বোর্ড ও ঢাকা দলকে জানানো হয়। তবে স্টেডিয়ামের পূর্বাংশে সেটি অবতরণের কথা থাকলেও পাইলট ভুল করে পশ্চিম পাশে অনুশীলনের কাছেই অবতরণ করেন। সে জন্যই কিছুটা আতঙ্ক তৈরি হয়।
নেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন আন্দ্রে রাসেল-তামিম ইকবালরা। মাশরাফি বিন মুর্তজা প্রস্তুতি নিচ্ছিলেন বোলিং শুরুর। অন্যরা ব্যস্ত ফিল্ডিংয়ে। এমন সময়ই এম এ আজিজ স্টেডিয়ামে নামল হেলিকপ্টারটি। ধুলো ওড়াতে ওড়াতে হেলিকপ্টারটি নামতে দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মিনিস্টার ঢাকার ক্রিকেটারদের মধ্যে।
এ সময় সবাই অনুশীলন থামিয়ে অপেক্ষা করেন মাঠের এক প্রান্তে। ধুলো থেকে বাঁচতে কেউ কেউ হাত চেপে ধরেন নাকমুখে।
পরে অবশ্য জানা গেল, হেলিকপ্টারটি নামার অনুমতি আগেই নেওয়া ছিল। অবশ্য হরহামেশাই এই স্টেডিয়ামে হেলিকপ্টার নামে। কখনো ভিআইপি, কখনো রোগী আনা-নেওয়ার ঘটনা ঘটে হেলিকপ্টারে। এবার হেলিকপ্টারটি নামল জরুরি ভিত্তিতে দুর্ঘটনায় আহত গুরুতর এক রোগীকে ঢাকায় নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হয় মাঠের ভেতর। পরে হেলিকপ্টারটি সেই রোগীকে নিয়ে উড়াল দেয় গন্তব্যে। এরপর আবার অনুশীলন শুরু করেন তামিম-রাসেলরা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, মানবিক কারণে হেলিকপ্টারটিকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।
শামীম বলেন, হেলিকপ্টার নামার বিষয়টি আগেই ক্রিকেট বোর্ড ও ঢাকা দলকে জানানো হয়। তবে স্টেডিয়ামের পূর্বাংশে সেটি অবতরণের কথা থাকলেও পাইলট ভুল করে পশ্চিম পাশে অনুশীলনের কাছেই অবতরণ করেন। সে জন্যই কিছুটা আতঙ্ক তৈরি হয়।
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
১৬ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩ ঘণ্টা আগে