নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টির কারণে হারটা খানিকটা বিলম্বিত হয়েছে, এই যা! সেন্ট লুসিয়া টেস্টে চার দিনে হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেন সাকিবরা। সাদা পোশাকে আরেকটি লেজেগোবরে পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের।
এমন ছন্নছাড়া হারে প্রশ্নের মুখোমুখি যে হতে হবে, সেই প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল সাকিব আল হাসানের। প্রশ্ন করে কখনো তাঁকে বিভ্রান্তিতে ফেলা যায়নি, এবারও গেল না। সেন্ট লুসিয়া টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নে উল্টো তোপ দেগেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বাংলাদেশের খেলোয়াড়েরা টেস্টের প্রতি পুরোপুরি মনোযোগী বা আগ্রহী কি না—এমন প্রশ্নের জবাবে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনি কবে দেখেছেন ২৫-৩০ হাজার দর্শক (স্টেডিয়ামে) টেস্ট ম্যাচ দেখেছে? ইংল্যান্ডের তো প্রত্যেকে ম্যাচ দেখে।’
এরপর দেশের টেস্ট ক্রিকেটের সমস্যা নিয়ে সাকিব বলেছেন, ‘ক্রিকেটারদের ওপরেই যে দোষটা শুধু দেবেন তা নয়, আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতিটাই এমন। টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা আমাদের দেশে আগেও কখনো ছিল না, এখনো নেই। নেই বলে যে হবেও না এমনটাও না, ওই জিনিসটা পরিবর্তন করা আমাদের বড় দায়িত্ব। সেটার জন্য একসঙ্গে পরিকল্পনা করে যদি আগানো যায়, আমার মনে হয় তাহলে সম্ভব হবে। তা না হলে আগানো সম্ভব হবে না।’
টেস্টে ভালো খেলতে হলে আগে ঘরের মাটিতে শক্তিশালী হতে বলেছেন সাকিব, ‘আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন, সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভালো খেলি।’
বৃষ্টির কারণে হারটা খানিকটা বিলম্বিত হয়েছে, এই যা! সেন্ট লুসিয়া টেস্টে চার দিনে হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেন সাকিবরা। সাদা পোশাকে আরেকটি লেজেগোবরে পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের।
এমন ছন্নছাড়া হারে প্রশ্নের মুখোমুখি যে হতে হবে, সেই প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল সাকিব আল হাসানের। প্রশ্ন করে কখনো তাঁকে বিভ্রান্তিতে ফেলা যায়নি, এবারও গেল না। সেন্ট লুসিয়া টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নে উল্টো তোপ দেগেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বাংলাদেশের খেলোয়াড়েরা টেস্টের প্রতি পুরোপুরি মনোযোগী বা আগ্রহী কি না—এমন প্রশ্নের জবাবে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনি কবে দেখেছেন ২৫-৩০ হাজার দর্শক (স্টেডিয়ামে) টেস্ট ম্যাচ দেখেছে? ইংল্যান্ডের তো প্রত্যেকে ম্যাচ দেখে।’
এরপর দেশের টেস্ট ক্রিকেটের সমস্যা নিয়ে সাকিব বলেছেন, ‘ক্রিকেটারদের ওপরেই যে দোষটা শুধু দেবেন তা নয়, আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতিটাই এমন। টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা আমাদের দেশে আগেও কখনো ছিল না, এখনো নেই। নেই বলে যে হবেও না এমনটাও না, ওই জিনিসটা পরিবর্তন করা আমাদের বড় দায়িত্ব। সেটার জন্য একসঙ্গে পরিকল্পনা করে যদি আগানো যায়, আমার মনে হয় তাহলে সম্ভব হবে। তা না হলে আগানো সম্ভব হবে না।’
টেস্টে ভালো খেলতে হলে আগে ঘরের মাটিতে শক্তিশালী হতে বলেছেন সাকিব, ‘আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন, সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভালো খেলি।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৪ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৫ ঘণ্টা আগে