Ajker Patrika

জয় শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যানের বক্তব্য ভিত্তিহীন 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯: ০৪
জয় শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যানের বক্তব্য ভিত্তিহীন 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে আলোচনায় নাজাম শেঠি। এবার এশিয়া কাপ নিয়ে জয় শাহের উদ্দেশে বিদ্রূপ করেছেন শেঠি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দাবি করছে, পিসিবির বক্তব্য ভিত্তিহীন। 

নিজের টুইটার অ্যাকাউন্টে গতকাল এসিসির সূচি প্রকাশ করেছিলেন জয়। যেখানে এশিয়া কাপে ভারত, পাকিস্তানকে একই গ্রুপে ফেলা হয়েছে। জয়ের সূচি প্রকাশের পর পাল্টা টুইটে শেঠি জানিয়েছেন, ২০২৩ পিএসএলের সূচিটাও তিনি ঠিক করে দেবেন। এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যানের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে এসিসি জানিয়েছে, ‘২০২২-এর ২২ ডিসেম্বর সবাইকে ইমেইল করে সূচি পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন সদস্যের কাছ থেকে মন্তব্য এলেও পিসিবি তখন কোনো মন্তব্য করেনি। সামাজিক মাধ্যমে পিসিবির মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং এসিসি এটা প্রত্যাখ্যান করছে।

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল যাবে না—গত বছর এমন মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। এমনকি এশিয়া কাপ পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার দাবি করেছিলেন তিনি। এখন পর্যন্ত আয়োজক হিসেবে পাকিস্তানের নামই বহাল থাকছে। 

২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত