ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে আলোচনায় নাজাম শেঠি। এবার এশিয়া কাপ নিয়ে জয় শাহের উদ্দেশে বিদ্রূপ করেছেন শেঠি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দাবি করছে, পিসিবির বক্তব্য ভিত্তিহীন।
নিজের টুইটার অ্যাকাউন্টে গতকাল এসিসির সূচি প্রকাশ করেছিলেন জয়। যেখানে এশিয়া কাপে ভারত, পাকিস্তানকে একই গ্রুপে ফেলা হয়েছে। জয়ের সূচি প্রকাশের পর পাল্টা টুইটে শেঠি জানিয়েছেন, ২০২৩ পিএসএলের সূচিটাও তিনি ঠিক করে দেবেন। এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যানের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে এসিসি জানিয়েছে, ‘২০২২-এর ২২ ডিসেম্বর সবাইকে ইমেইল করে সূচি পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন সদস্যের কাছ থেকে মন্তব্য এলেও পিসিবি তখন কোনো মন্তব্য করেনি। সামাজিক মাধ্যমে পিসিবির মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং এসিসি এটা প্রত্যাখ্যান করছে।
পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল যাবে না—গত বছর এমন মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। এমনকি এশিয়া কাপ পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার দাবি করেছিলেন তিনি। এখন পর্যন্ত আয়োজক হিসেবে পাকিস্তানের নামই বহাল থাকছে।
২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে আলোচনায় নাজাম শেঠি। এবার এশিয়া কাপ নিয়ে জয় শাহের উদ্দেশে বিদ্রূপ করেছেন শেঠি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দাবি করছে, পিসিবির বক্তব্য ভিত্তিহীন।
নিজের টুইটার অ্যাকাউন্টে গতকাল এসিসির সূচি প্রকাশ করেছিলেন জয়। যেখানে এশিয়া কাপে ভারত, পাকিস্তানকে একই গ্রুপে ফেলা হয়েছে। জয়ের সূচি প্রকাশের পর পাল্টা টুইটে শেঠি জানিয়েছেন, ২০২৩ পিএসএলের সূচিটাও তিনি ঠিক করে দেবেন। এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যানের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে এসিসি জানিয়েছে, ‘২০২২-এর ২২ ডিসেম্বর সবাইকে ইমেইল করে সূচি পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন সদস্যের কাছ থেকে মন্তব্য এলেও পিসিবি তখন কোনো মন্তব্য করেনি। সামাজিক মাধ্যমে পিসিবির মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং এসিসি এটা প্রত্যাখ্যান করছে।
পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল যাবে না—গত বছর এমন মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। এমনকি এশিয়া কাপ পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার দাবি করেছিলেন তিনি। এখন পর্যন্ত আয়োজক হিসেবে পাকিস্তানের নামই বহাল থাকছে।
২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
৩১ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে