নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের বিশেষ ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। তবে সকাল থেকে বৃষ্টি-বাধায় মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। গতকাল প্রথম দিনও বৃষ্টির বাগড়া ছিল। বাধ্য হয়ে তাই অনুশীলনের জন্য বিকল্প ভাবছে বিসিবি।
এবার আর মিরপুর নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ। আজ মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এখানে (মিরপুর) তিন দিনের ক্যাম্প করছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে পরিকল্পনা ছিল, একটাও করতে পারছে না। দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থার সন্ধান করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
শোনা যাচ্ছে, আমিরাত কিংবা সিঙ্গাপুরে হতে পারে বাংলাদেশ দলের এই ক্যাম্প। বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তিন-চার দিনের জন্য এই ক্যাম্প করতে চায় বাংলাদেশ।
পাপন আরও যোগ করেন, ‘ওরা তিন-চার দিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নাই। রওনা দিচ্ছে ২ তারিখ, গিয়ে পৌঁছাবে ৩ তারিখ। তো বিশ্রাম দিতেই হবে, এত বড় জার্নি। শুধু চার পাঁচ দিন পাবে, ছয় তারিখ অপশনাল থাকবে। সে জন্য চাচ্ছে এই সময়টাতে যদি একটু অনুশীলন করতে পারত, তাহলে ভালো হতো। যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট এখনো অনেক খেলোয়াড়কে চিনেই না, কারও খেলাও দেখিনি, কাজে তার জন্যও সুবিধা হতো বুঝতে যে, আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত।’
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের বিশেষ ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। তবে সকাল থেকে বৃষ্টি-বাধায় মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। গতকাল প্রথম দিনও বৃষ্টির বাগড়া ছিল। বাধ্য হয়ে তাই অনুশীলনের জন্য বিকল্প ভাবছে বিসিবি।
এবার আর মিরপুর নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ। আজ মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এখানে (মিরপুর) তিন দিনের ক্যাম্প করছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে পরিকল্পনা ছিল, একটাও করতে পারছে না। দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থার সন্ধান করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
শোনা যাচ্ছে, আমিরাত কিংবা সিঙ্গাপুরে হতে পারে বাংলাদেশ দলের এই ক্যাম্প। বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তিন-চার দিনের জন্য এই ক্যাম্প করতে চায় বাংলাদেশ।
পাপন আরও যোগ করেন, ‘ওরা তিন-চার দিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নাই। রওনা দিচ্ছে ২ তারিখ, গিয়ে পৌঁছাবে ৩ তারিখ। তো বিশ্রাম দিতেই হবে, এত বড় জার্নি। শুধু চার পাঁচ দিন পাবে, ছয় তারিখ অপশনাল থাকবে। সে জন্য চাচ্ছে এই সময়টাতে যদি একটু অনুশীলন করতে পারত, তাহলে ভালো হতো। যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট এখনো অনেক খেলোয়াড়কে চিনেই না, কারও খেলাও দেখিনি, কাজে তার জন্যও সুবিধা হতো বুঝতে যে, আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত।’
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩২ মিনিট আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১২ ঘণ্টা আগে