Ajker Patrika

রাজার পরিবর্তে আমিরাতের নেতৃত্বে রিজওয়ান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ২০: ২৬
রাজার পরিবর্তে আমিরাতের নেতৃত্বে রিজওয়ান

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার আশা পূরণ হচ্ছে না আহমেদ রাজার। হঠাৎ করে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে সরিয়ে ২০ ওভারের ক্রিকেটে দায়িত্ব দিয়েছে চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ানকে। তবে সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে দলের নেতৃত্ব রাজার হাতেই থাকছে। 

আমিরাত এশিয়া কাপের বাছাইপর্বকে সামনে রেখে রিজওয়ানের নেতৃত্বে দল ঘোষণা করেছে। আজকে ইসিবি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। আমিরাতের বোর্ড অধিনায়কত্বের বিষয়ে জানিয়েছে, ‘প্রতিটি সংস্করণে শক্তিশালী নেতৃত্ব গড়ায় তাদের লক্ষ্য। এ জন্য তারা আলাদা আলাদা অধিনায়ক করা হয়েছে।’ 

নতুন দায়িত্ব পাওয়া রিজওয়ান শেষ ১০ টি-টোয়েন্টিতে দলে ছিলেন না। তিনি শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালের অক্টোবরে। অথচ তাঁকেই নেতৃত্বে আনল বোর্ড। আগামীকাল এই মিডল অর্ডার ব্যাটারের নেতৃত্বের প্রথম পরীক্ষা কুয়েতের বিপক্ষে। অন্যদিকে রাজার নেতৃত্বে দল খেলছিল দুর্দান্ত। দেশটির টি-টোয়েন্টিতে সফলতম অধিনায়কও তিনি। তাঁর নেতৃত্বে দল ২৭ ম্যাচে ১৮ জয় পেয়েছে। বিশ্বকাপের বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নও হয়েছে ৩৩ বছর বয়সী অধিনায়কের অধীনে। 

রাজা বড় স্বপ্ন দেখেছিলেন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতকে নিয়ে। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। নেতৃত্বের বিষয়ে আইসিসিকে এক সপ্তাহ আগে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। তাঁর ইচ্ছে ছিল সুপার ১২-এ দলকে নেতৃত্ব দেবেন। 

এশিয়া কাপ বাছাই পর্বে আমিরাতের স্কোয়াড: চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরভিন্দ, আহমেদ রাজা, বাসিল হামিদ, রোহান মোস্তফা, কাশিফ দাউদ, কার্তিক মিয়াপ্পান, জহুর খান, জাওয়ার ফরিদ, আলিশান শরাফু, সাবির আলি, আরিয়ান লাকরা, সুলতান আহমেদ, জুনায়েদ সিদ্দিকী ও ফাহাদ নওয়াজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত