কোহলিকে টেস্ট-ওয়ানডের নেতৃত্ব ছাড়তে বললেন আফ্রিদি 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ২০: ২০
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে তাই আনুষ্ঠানিকভাবেই শেষ গেছে কোহলির টি-টোয়েন্টি অধিনায়কত্ব পর্ব। এবার শহীদ আফ্রিদি জানালেন শুধু টি-টোয়েন্টি নয় সব সংস্করণেই অধিনায়কত্ব ছাড়া উচিত কোহলির।
 
সব সংস্করণে অধিনায়কত্ব ছাড়লে নিজের ব্যাটিংয়ের দিকে অনেক বেশি নজর দিতে পারবেন কোহলি বলে মনে করেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ভারতীয় ক্রিকেটে সব সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়া উচিত কোহলির। এতে সে নিজের ব্যাটিং অনেক বেশি উপভোগ করতে পারবে। কোহলি ভারতের সেরা ব্যাটার। ওর ওপর কোনো অতিরিক্ত চাপ থাকা উচিত নয়। ওকে উপভোগ করে খেলতে দেওয়া উচিত।’ 

আফ্রিদি মনে করেন কোহলির চেয়ে রোহিত শর্মা ভারতীয় দলের দায়িত্ব খুব ভালো সামলাতে পারবেন। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আমি রোহিতের বিপক্ষে খেলেছি। ওর মানসিকতা ইতিবাচক। রোহিতের সবচেয়ে বড় গুণ হলো চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখতে পারা। সেটা ভারতীয় দলের পক্ষেও খুব ভালো।’ 

ব্যাটার রোহিতেরও প্রশংসা করেছেন আফ্রিদি, ‘ব্যাটিং দেখলেই সেটা বোঝা যায় সে খুব বড় মাপের ব্যাটার। সেই সঙ্গে একজন নেতা হওয়ার সব গুণ ওর মধ্যে রয়েছে। ওকেই সেই দায়িত্ব দেওয়া উচিত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত