মাইকেল জ্যাকসনের মতো ঝুঁকে পড়ার কারণ বললেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১: ৪৫
আপডেট : ২০ মে ২০২৪, ১৭: ০৫

মোস্তাফিজুর রহমান পায়ের আঙুলে ভর করে সামনের দিকে ঝুঁকে পড়েন প্রায় সময়ই। এটার সঙ্গে মিল রয়েছে বিখ্যাত পপ শিল্পী মাইকেল জ্যাকসনের অ্যাকশনের। মোস্তাফিজের সঙ্গে জ্যাকসনের মিলের এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেক বার। বাংলাদেশের বাঁহাতি পেসার তা এবার নিজেই জানিয়েছেন। 

বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২০ মিনিটে বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও ছেড়েছে। ‘সবুজ ও লালের গল্প’—এমন ক্যাপশন যুক্ত ভিডিওটা ছিল ২ মিনিট ৪৩ সেকেন্ডের। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা গেছে ফিজকে। চেন্নাই সুপার কিংস এবার তাঁর (মোস্তাফিজ) বোলিং অ্যাকশনের সঙ্গে জ্যাকশনের ‘স্মুথ কিলার’ মিলিয়ে যে ছবি সামাজিক মাধ্যমে ছেড়েছে, বিসিবির প্রকাশিত ভিডিওতে সেটা দেখা গেছে। সেটা নিয়ে কথা বলার মাঝে ফিজকে হাসতেও দেখা গেছে। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আমার একসময় খুব রানআপের সমস্যা ছিল। বোলিং করলেই ওভারস্টেপ হতো। তারপর থেকে নাইন-টেনে থাকার সময় এক কোচ বলেছিলেন, তুই এই জায়গা থেকে শুরু কর। এভাবে শুরু কর। সেটাই রয়ে গেছে। মানে সেটা থেকেই তো সেভাবে (জ্যাকসনের মতো) হয়ে গেছে।’ 

জ্যাকসনের সঙ্গে মোস্তাফিজের ঝুঁকে পড়ার মিলের ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরালখেলোয়াড়দের বিভিন্ন উপাধি দেওয়া, নাম সংক্ষিপ্ত করা—ভালোবেসে ভক্ত-সমর্থকেরা সামাজিকমাধ্যমে তা করে থাকেন। মোস্তাফিজও সেভাবেই ফিজ বলে পরিচিতি পেয়ে গেছেন। বাংলাদেশের বাঁহাতি পেসার স্বয়ং খোলাসা করেছেন। মোস্তাফিজ বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে, ফিল্ডিং সেশন, বোলিং সেশনের টাইমিংয়ের যে বোর্ডটা, সেখানে আমার পুরোটা নাম লিখি, তাহলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে। প্রথম দিন আমি বুঝিনি, এটা কে? পরে বলছে, এটা তুমি।’ 

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত