নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জন্ম লগ্ন থেকেই আম্পায়ারিং বিতর্ককে সঙ্গী করে হয়ে আসছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগের কয়েক মৌসুম বিবেচনায় এবার বিতর্ক কিছুটা কমই ছিল। এর মধ্যেও মিরপুরে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচে নাঈম শেখের এলবিডব্লিউর আবেদন আর বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শাইনপুকুরের পেসার রবিউল ইসলামের কনকাশন-সাব নিয়ে কিছুক্ষণ খেলা বন্ধসহ, কিছু বিতর্ক ছিলই। সুপার লিগের আগে ক্লাবগুলোর সঙ্গে আজ সেসব সমস্যার সমাধানে বসে সিসিডিএম।
বিতর্কিত সিদ্ধান্তগুলো ছিল আবাহনী ও শাইনপুকুরের পক্ষে। শাইনপুকুরের সঙ্গে সেই ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ হারাতেই তাদের সুপার লিগের আশাভঙ্গ হয়। আজ সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘২-১টা ভুল তো হবেই। সবাই তো মানুষ। আমাদের সেরা পর্যায়ের যে আম্পায়াররা আছে তাদের রাখার চেষ্টা করি। আজকে আম্পায়ার কমিটির লোকজনও ছিল। আমরা অবশ্যই প্রশংসা করছি, তাদের সমর্থন, গত ৩-৪টা মৌসুম ধরে ঘুরে দাঁড়াতে যে সহায়তা করছে। ১-২টা ভুল হয় না যে তা-না, সেটা আমাদের খেলোয়াড়েরাও ভুল করে।’
আগামী পরশু শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব। যদিও রোমাঞ্চ বলে কিছুই থাকছে না এই পর্বে। লিগ পর্বে থেকে বাকি দলগুলোর চেয়ে ৮ ও ৬ পয়েন্টে এগিয়ে থেকে সুপার লিগে উঠেছে আবাহনী, টানা দ্বিতীয় শিরোপার স্বাদ শুধুই সময়ের অপেক্ষা! বাকি সব দলই লড়বে রানার্সআপ হওয়ার জন্য। একপেশে ম্যাচ, আম্পায়ারিং বিতর্ক, ম্যাচ ছেড়ে দেওয়া লিগ পর্ব বিতর্কিত অনেক কিছুই ছিল।
সব শেষে নিরুত্তাপ সুপার লিগে এখন নির্ভুল আম্পায়ারিং করতে চায় সিসিডিএম। সালাহউদ্দিন বললেন, ‘আমরা আজকে আম্পায়ার কমিটিকে বলেছি, সেরা আম্পায়ারদের যেন সুপার লিগে তারা দেয়। তারাও নিশ্চিত করেছে তারা এটা করবে। আর মাঠের ব্যাপারটা পুরোটা ম্যাচ রেফারি ওপর নির্ভর করে। ওনার ওখান থেকে যদি কোনো সুপারিশ আসে অবশ্য আমরা দেখব। কনকাশন-সাবের ব্যাপারটা অনেক টিম ম্যানেজার, স্টাফরা ঠিকমতো জানে না।’
তীব্র গরমে ড্রেসিংরুমে ফতুল্লা-বিকেএসপিতে এসি ও পাখার সমস্যা, সুপার লিগের আগে সমাধান করবে সিসিডিএম। গরমে খেলোয়াড়দের চোট, মাংসপেশিতে টান খাওয়ার সম্ভাবনাও থাকে। তাই সুপার লিগের প্রথম দুই রাউন্ডের ম্যাচে থাকছে ২ দিন করে বিরতি। আগামী পরশু শুরু সুপার লিগ। আবাহনী-প্রাইম ব্যাংক মুখোমুখি হবে মিরপুরে। একই দিনে ফতুল্লায় মাঠে নামবে মোহামেডান ও শেখ জামাল। বিকেএসপিতে মুখোমুখি হবে শাইনপুকুর ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় রাউন্ড হবে আগামী ২৫ এপ্রিল।
অবনমন লিগের ম্যাচ হবে একটি করে। আগামী ২৩,২৬ ও ২৯ এপ্রিল প্রতিদিন একটি করে ম্যাচ হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। গাজী টায়ার্স ও সিটি ক্লাব প্রথম ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচ সিটি ক্লাবের সঙ্গে রূপগঞ্জ টাইগার্সের। আর শেষ ম্যাচে মুখোমুখি হবে গাজী টায়ার্স ও রূপগঞ্জ টাইগার্স।
জন্ম লগ্ন থেকেই আম্পায়ারিং বিতর্ককে সঙ্গী করে হয়ে আসছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগের কয়েক মৌসুম বিবেচনায় এবার বিতর্ক কিছুটা কমই ছিল। এর মধ্যেও মিরপুরে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচে নাঈম শেখের এলবিডব্লিউর আবেদন আর বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শাইনপুকুরের পেসার রবিউল ইসলামের কনকাশন-সাব নিয়ে কিছুক্ষণ খেলা বন্ধসহ, কিছু বিতর্ক ছিলই। সুপার লিগের আগে ক্লাবগুলোর সঙ্গে আজ সেসব সমস্যার সমাধানে বসে সিসিডিএম।
বিতর্কিত সিদ্ধান্তগুলো ছিল আবাহনী ও শাইনপুকুরের পক্ষে। শাইনপুকুরের সঙ্গে সেই ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ হারাতেই তাদের সুপার লিগের আশাভঙ্গ হয়। আজ সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘২-১টা ভুল তো হবেই। সবাই তো মানুষ। আমাদের সেরা পর্যায়ের যে আম্পায়াররা আছে তাদের রাখার চেষ্টা করি। আজকে আম্পায়ার কমিটির লোকজনও ছিল। আমরা অবশ্যই প্রশংসা করছি, তাদের সমর্থন, গত ৩-৪টা মৌসুম ধরে ঘুরে দাঁড়াতে যে সহায়তা করছে। ১-২টা ভুল হয় না যে তা-না, সেটা আমাদের খেলোয়াড়েরাও ভুল করে।’
আগামী পরশু শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব। যদিও রোমাঞ্চ বলে কিছুই থাকছে না এই পর্বে। লিগ পর্বে থেকে বাকি দলগুলোর চেয়ে ৮ ও ৬ পয়েন্টে এগিয়ে থেকে সুপার লিগে উঠেছে আবাহনী, টানা দ্বিতীয় শিরোপার স্বাদ শুধুই সময়ের অপেক্ষা! বাকি সব দলই লড়বে রানার্সআপ হওয়ার জন্য। একপেশে ম্যাচ, আম্পায়ারিং বিতর্ক, ম্যাচ ছেড়ে দেওয়া লিগ পর্ব বিতর্কিত অনেক কিছুই ছিল।
সব শেষে নিরুত্তাপ সুপার লিগে এখন নির্ভুল আম্পায়ারিং করতে চায় সিসিডিএম। সালাহউদ্দিন বললেন, ‘আমরা আজকে আম্পায়ার কমিটিকে বলেছি, সেরা আম্পায়ারদের যেন সুপার লিগে তারা দেয়। তারাও নিশ্চিত করেছে তারা এটা করবে। আর মাঠের ব্যাপারটা পুরোটা ম্যাচ রেফারি ওপর নির্ভর করে। ওনার ওখান থেকে যদি কোনো সুপারিশ আসে অবশ্য আমরা দেখব। কনকাশন-সাবের ব্যাপারটা অনেক টিম ম্যানেজার, স্টাফরা ঠিকমতো জানে না।’
তীব্র গরমে ড্রেসিংরুমে ফতুল্লা-বিকেএসপিতে এসি ও পাখার সমস্যা, সুপার লিগের আগে সমাধান করবে সিসিডিএম। গরমে খেলোয়াড়দের চোট, মাংসপেশিতে টান খাওয়ার সম্ভাবনাও থাকে। তাই সুপার লিগের প্রথম দুই রাউন্ডের ম্যাচে থাকছে ২ দিন করে বিরতি। আগামী পরশু শুরু সুপার লিগ। আবাহনী-প্রাইম ব্যাংক মুখোমুখি হবে মিরপুরে। একই দিনে ফতুল্লায় মাঠে নামবে মোহামেডান ও শেখ জামাল। বিকেএসপিতে মুখোমুখি হবে শাইনপুকুর ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় রাউন্ড হবে আগামী ২৫ এপ্রিল।
অবনমন লিগের ম্যাচ হবে একটি করে। আগামী ২৩,২৬ ও ২৯ এপ্রিল প্রতিদিন একটি করে ম্যাচ হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। গাজী টায়ার্স ও সিটি ক্লাব প্রথম ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচ সিটি ক্লাবের সঙ্গে রূপগঞ্জ টাইগার্সের। আর শেষ ম্যাচে মুখোমুখি হবে গাজী টায়ার্স ও রূপগঞ্জ টাইগার্স।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৫ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে