নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৭ রান করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের চেয়ে এখনো পিছিয়ে ১২৮ রানে। আগামীকাল দ্রুত বাকি ৬ উইকেট তুলে নিলে, পূর্ণাঙ্গ সিরিজ জয় হবে বাংলাদেশের। তবে এর আগে মুশফিকুর রহিমে সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৯ রান করেছে স্বাগতিকেরা।
ওয়ানডের পর টেস্টেও অসাধারণ ব্যাটিং করছেন মুশফিক। যদিও এর আগে বেশ কিছু ম্যাচে রান পাচ্ছিলেন না এ মিডল অর্ডার ব্যাটার। তবে মুশফিকের এমন ফেরা প্রত্যাশিত ছিল বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি সব সময় একটা কথাই বলে আসছি, আমাদের সেরা ব্যাটার মুশফিক। মাঝখানে অনেক দিন ধরে রান পাচ্ছিল না, তবে আমার বিশ্বাস ছিল সে রানে ফিরবে। ওয়ানডের পর আজ টেস্টেও সেঞ্চুরি করল, এর ওপর ওই আস্থাটা আমাদের আছে, তাতে কোনো সন্দেহ নেই।’
পাপন অবশ্য আশা করেছিলেন দুটি সেঞ্চুরি দেখবেন। কিন্তু সেঞ্চুরি থেকে ১৩ রান আগে আউট হয়ে যান সাকিব আল হাসান। আইরিশদের বিপক্ষে টেস্ট শুরুর আগে পাপনকে সেঞ্চুরি করবেন বলে বার্তাও দিয়েছিলেন টেস্ট অধিনায়ক। যদিও অল্পের জন্য সেটি আর হয়নি। তাতেই খুশি পাপন, ‘আমি সকালে তাড়াহুড়ো করে এসেছিলাম দুটা সেঞ্চুরি দেখব। কিন্তু একটা ফসকে গেল। খেলা শুরু হওয়ার আগেই সাকিব আমাকে বলেছিল, সে সেঞ্চুরি করবে। আমি ওকে বলেছি, এসব চলবে না, আগে ফিফটি করো, তারপরে…। যাতে সে তাড়াহুড়ো না করে। সে আসলে ভালো খেলেছে, ১৩ রানের যেন মনে হয় সেঞ্চুরিটা হলো না। মুশফিকের সেঞ্চুরিটা দেখে খুব ভালো লাগল।’
তবে প্রথম দিন ২১৪ রানে আইরিশদের অলআউট করে, তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এটা দেখে মেজাজই নাকি খারাপ হয়েছিল বিসিবি সভাপতির, ‘টেস্টে আমরা এখনো আমরা আহামরি ভালো দল না। আজকে খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল, এটাই বাস্তবতা। এটাতে আমাদের অনেক দূর যেতে হবে।’
পাপন যোগ করেন, ‘আমার ধারণা আগামী এক বছরে বাংলাদেশও টেস্টে ভালো দল হয় যাবে। আমাদের সমস্যা হচ্ছে, ভালো দলগুলোর সঙ্গে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। সামনের এক বছরে আমাদের ১৪টা টেস্ট ম্যাচ আছে। এটা কথা না। এর মধ্যেই আশা করি একটা ভালো দল বেরিয়ে আসবে, এ বিশ্বাসটা আছে।’
মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৭ রান করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের চেয়ে এখনো পিছিয়ে ১২৮ রানে। আগামীকাল দ্রুত বাকি ৬ উইকেট তুলে নিলে, পূর্ণাঙ্গ সিরিজ জয় হবে বাংলাদেশের। তবে এর আগে মুশফিকুর রহিমে সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৯ রান করেছে স্বাগতিকেরা।
ওয়ানডের পর টেস্টেও অসাধারণ ব্যাটিং করছেন মুশফিক। যদিও এর আগে বেশ কিছু ম্যাচে রান পাচ্ছিলেন না এ মিডল অর্ডার ব্যাটার। তবে মুশফিকের এমন ফেরা প্রত্যাশিত ছিল বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি সব সময় একটা কথাই বলে আসছি, আমাদের সেরা ব্যাটার মুশফিক। মাঝখানে অনেক দিন ধরে রান পাচ্ছিল না, তবে আমার বিশ্বাস ছিল সে রানে ফিরবে। ওয়ানডের পর আজ টেস্টেও সেঞ্চুরি করল, এর ওপর ওই আস্থাটা আমাদের আছে, তাতে কোনো সন্দেহ নেই।’
পাপন অবশ্য আশা করেছিলেন দুটি সেঞ্চুরি দেখবেন। কিন্তু সেঞ্চুরি থেকে ১৩ রান আগে আউট হয়ে যান সাকিব আল হাসান। আইরিশদের বিপক্ষে টেস্ট শুরুর আগে পাপনকে সেঞ্চুরি করবেন বলে বার্তাও দিয়েছিলেন টেস্ট অধিনায়ক। যদিও অল্পের জন্য সেটি আর হয়নি। তাতেই খুশি পাপন, ‘আমি সকালে তাড়াহুড়ো করে এসেছিলাম দুটা সেঞ্চুরি দেখব। কিন্তু একটা ফসকে গেল। খেলা শুরু হওয়ার আগেই সাকিব আমাকে বলেছিল, সে সেঞ্চুরি করবে। আমি ওকে বলেছি, এসব চলবে না, আগে ফিফটি করো, তারপরে…। যাতে সে তাড়াহুড়ো না করে। সে আসলে ভালো খেলেছে, ১৩ রানের যেন মনে হয় সেঞ্চুরিটা হলো না। মুশফিকের সেঞ্চুরিটা দেখে খুব ভালো লাগল।’
তবে প্রথম দিন ২১৪ রানে আইরিশদের অলআউট করে, তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এটা দেখে মেজাজই নাকি খারাপ হয়েছিল বিসিবি সভাপতির, ‘টেস্টে আমরা এখনো আমরা আহামরি ভালো দল না। আজকে খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল, এটাই বাস্তবতা। এটাতে আমাদের অনেক দূর যেতে হবে।’
পাপন যোগ করেন, ‘আমার ধারণা আগামী এক বছরে বাংলাদেশও টেস্টে ভালো দল হয় যাবে। আমাদের সমস্যা হচ্ছে, ভালো দলগুলোর সঙ্গে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। সামনের এক বছরে আমাদের ১৪টা টেস্ট ম্যাচ আছে। এটা কথা না। এর মধ্যেই আশা করি একটা ভালো দল বেরিয়ে আসবে, এ বিশ্বাসটা আছে।’
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ মিনিট আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১১ মিনিট আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগে