ক্রীড়া ডেস্ক
সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিধ্বস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাংলাদেশ নিল প্রতিশোধ। তাতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো টিকে রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেই বাংলাদেশ সরাসরি পাবে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। সেন্ট কিটসে গত রাতে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ রীতিমতো বিধ্বস্ত হয়েছে। ৬০ রানে জিতে ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা করল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ ২০০ রানের লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। ১৮৫ রানের লক্ষ্যে নেমে ১১ রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের শেষ বলে কিয়ানা জোসেফকে ফেরান মারুফা আকতার। এরপর দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন হেইলি ম্যাথুস ও শিমেইন ক্যাম্পবেল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইন্ডিজের ইনিংস এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৮৫ রানে ৯ উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেন ক্যাম্পবেল।
ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। ১০ ওভারে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে এবার পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। ৪৮.৫ ওভারে ১৮৪ রানে গুটিয়ে গেছে জ্যোতির দল। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জ্যোতি। ১২০ বলের ইনিংসে মারেন ৫ চার।
দ্বিতীয় ওয়ানডেতে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে পয়েন্ট ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিধ্বস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাংলাদেশ নিল প্রতিশোধ। তাতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো টিকে রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেই বাংলাদেশ সরাসরি পাবে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। সেন্ট কিটসে গত রাতে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ রীতিমতো বিধ্বস্ত হয়েছে। ৬০ রানে জিতে ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা করল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ ২০০ রানের লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। ১৮৫ রানের লক্ষ্যে নেমে ১১ রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের শেষ বলে কিয়ানা জোসেফকে ফেরান মারুফা আকতার। এরপর দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন হেইলি ম্যাথুস ও শিমেইন ক্যাম্পবেল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইন্ডিজের ইনিংস এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৮৫ রানে ৯ উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেন ক্যাম্পবেল।
ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। ১০ ওভারে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে এবার পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। ৪৮.৫ ওভারে ১৮৪ রানে গুটিয়ে গেছে জ্যোতির দল। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জ্যোতি। ১২০ বলের ইনিংসে মারেন ৫ চার।
দ্বিতীয় ওয়ানডেতে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে পয়েন্ট ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
বিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচ। দুপুরে মুখোমুখি হবে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স ম্যাচ। বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চ্যাম্পিয়নস লিগে রাতে পিএসজি-ম্যান সিটি ম্যাচ রয়েছে...
২৬ মিনিট আগেঅস্ট্রেলিয়ার সঙ্গে আগের ম্যাচে প্রাণপণে লড়েও জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৪৮ ঘণ্টা পর বাংলাদেশ পেয়েছে সহজ জয়। স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেইংল্যান্ড বেশি জিতছে নাকি হারছে—এই প্রশ্নে না জড়িয়েও এটা অবলীলায় বলা যায়, টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলেছে ‘বাজবল’। আর ‘বাজবল ক্রিকেট’-এর ধারণাটা ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের মস্তিষ্কপ্রসূত। আগে ম্যাককালাম শুধু লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হলেও এখন সাদা বলের ক্রিকেটেও তিনি জশ
১ ঘণ্টা আগেবার্সেলোনা-বেনফিকা ম্যাচে হয়েছে গোলের বন্যা। মাঠের ফুটবল হোক বা অন্য কিছু—সব জায়গায় লড়াইটা হয়েছে সমানে সমানে। ৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচের পর ক্ষোভ ঝেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
২ ঘণ্টা আগে