কাঠ নয়, শিলার তৈরি ব্যাট!

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২২, ১৮: ৪৭
Thumbnail image

৬,৬,৬,৪,২,৪—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল মোহাম্মদ শামির ওপর দিয়ে বয়ে যায় মহাপ্রলয়। তাণ্ডব চালিয়ে তাঁর এক ওভারেই ২৮ রান নেন লিয়াম লিভিংস্টোন। 

শামির গুজরাট টাইটানসের বিপক্ষে ১০ বলে ৩০ রান করে পাঞ্জাব কিংসকে জেতান লিভিংস্টোন। ইংলিশ অলরাউন্ডারের ওই ছক্কার একটি আবার ছিল ১১৭ মিটার, যা এবারের আসরের সবচেয়ে বড় ছক্কা।

এমন বিশাল বাউন্ডারি দেখে সবার চোখ কপালে ওঠার দশা। ২৮ বছর বয়সী লিভিংস্টোন কী খেয়ে খেলতে নামেন, তাঁর ব্যাট বিশেষ কিছু আছে কি না—সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের চর্চাও শুরু হয়ে গেছে। একজন তো রশিদের ব্যাট পরখ করার মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘কাঠ নয়, শিলার তৈরি ব্যাট।’

প্রতিপক্ষ দলের রশিদ খান তো ওই ছক্কায় অবাক হয়ে লিভিংস্টোনের ব্যাট পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন! আফগান তারকার শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, লিভিংস্টোনের কাছে জানতে চাইছেন কী রহস্য লুকিয়ে আছে তাঁর ব্যাটে।

 ব্যাটকে গতকাল যেন তরবারি বানিয়েছিলেন লিভিংস্টোনএর আগে এ মৌসুমে সবচেয়ে লম্বা ছক্কা মারার রেকর্ড করেছিলেন ‘বেবি এবি’ খ্যাত ডেভাল্ড ব্রেভিস। লিভিংস্টোনের পাঞ্জাবের বিপক্ষেই বলকে ক্রিজ থেকে ১১২ মিটার দূরে পাঠিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটার। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় পাঁচ ছক্কার তিনটিই লিভিংস্টোনের।

বড়-ছক্কাযদিও আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় পাঁচ ছক্কার তালিকায় নেই লিভিংস্টোনের নাম। ২০০৮ সালে উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসের হার্ড হিটার আলবি মরকেলের ১২৫ মিটার ছক্কাটিই এখন পর্যন্ত দীর্ঘতম।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত