সাকিবদের মুখে কেন তালা, ব্যাখ্যা দিল বিসিবি

রানা আব্বাস, ধর্মশালা থেকে
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১৪: ৫১
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৫: ০৪

বিশ্বকাপের দল ঘোষণার পর তিন-চার দিনে যা ঘটেছে বাংলাদেশ ক্রিকেটে, সেটার সঙ্গে কোনো প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের তুলনাই শুধু চলে! সেই ঝড়টা চলে যাওয়ার পর আপাতত নীরবতা। এরপর শুরু হয়ে গেল বিশ্বকাপ অভিযান।

ভারতে পা রাখার পর থেকে বাংলাদেশ দল স্পষ্ট এক দূরত্ব বজায় রাখছে সংবাদমাধ্যম থেকে। সাকিব আল হাসানের দল এই ‘মৌনব্রত’ পন্থা অনুসরণ করেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। গতকাল আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ের পর আজ দলের চিত্রটা বোঝার সুযোগ কমই ছিল।          

বিশ্রামের দিনে পাঁচ ক্রিকেটার সকালে ধর্মশালা ক্রিকেট একাডেমির জিমনেশিয়ামে এলেন ফিটনেস নিয়ে কাজ করতে। মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ সাকিব আর তাওহীদ হৃদয় ঘণ্টা দুই ফিটনেস নিয়ে কাজ করে ফিরে গেলেন টিম হোটেলে। দলের সবার মুখে তালা। মুশফিক-তাসকিনরাও দলের নিয়ম মেনে চুপচাপ ফিরে গেলেন নিজেদের ডেরায়।

সাকিবরা কেন ‘স্পিকটি নট’ হয়ে আছেন, সেটির একটা ব্যাখ্যা দিয়েছেন দলের সঙ্গে থাকা তানভীর আহমেদ টিটু। বিসিবির মিডিয়া কমিটির প্রধান আজ দুপুরে ধর্মশালায় সাংবাদিকদের বলেছেন, ‘মুখে বলার মতো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি একটা টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন পুরো মনোযোগ টুর্নামেন্টভিত্তিক থাকা উচিত। এখানে আমরা যদি কথা বলি, সবাই যদি মিডিয়ার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখি, তখন আসলে হয় কী, অনেক সময় কথায় কথায় অর্থ পরিবর্তন হয়ে যায়। সেটা বিভিন্নভাবে উপস্থাপন হয় এবং এগুলো নিয়ে একটা ইস্যু তৈরি হয়।’

মাঠের বাইরের আলোচনায় অনেক সময় মনোযোগ বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে। বাড়তি ঝামেলা এড়াতেই বাংলাদেশ দল এখন মিডিয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছে। টিটু বললেন, ‘এই ঝামেলাগুলো যেন না হয়, সেটাকে এড়িয়ে যেতেই সতর্কতা অবলম্বন করা খেলোয়াড়দের ক্ষেত্রে। দিন শেষে যেটা হয়, আমরা সবাই চাই বাংলাদেশ ভালো করুক। বাঙালি হিসেবে আপনি, আমি এবং সারা দেশসবাই চায়। আমরা যে জিনিসটা করলে নিজেদের একটু মানসিকভাবে বুস্টআপ করে খেলায় মনঃসংযোগ করা যায়, তাহলে অবশ্যই দিন শেষে ভালো কিছু হয়।’ 

দারুণ শুরুর পর ধর্মশালা থেকে চেন্নাইয়ে যাওয়ার আগে বাংলাদেশ চাইছে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কিছু করতে। অপূর্ব এই ভেন্যুতে বাংলাদেশ কখনো হারেনি, পরশু ইংলিশদের বিপক্ষেও সেই অজেয় ধারাটা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত