ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল করার ঘটনা যেন এখন বেশ পরিচিত দৃশ্য। কোনো সিরিজ শুরুর ঠিক আগে আগেই ঘটে এমন ঘটনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আগস্টে। ম্যাচ হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যুতে। আফগানিস্তানের আয়োজনে সম্ভাব্য ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে সিএ এই সিরিজ (অস্ট্রেলিয়া-আফগানিস্তান) বাতিলের কারণ হিসেবে জানিয়েছে, আফগানিস্তানে নারীদের মানবাধিকার নিয়ে তারা চিন্তিত। এক বিবৃতিতে সিএ বলেছে, ‘গত ১২ মাসে সিএ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছে। সরকারের পরামর্শ হচ্ছে যে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ কারণেই আমরা আগের অবস্থাতেই থাকছি ও দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করছি। ক্রিকেটে বিশ্বব্যাপী নারীদের অংশগ্রহণ নিয়ে সিএ খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সক্রিয়ভাবে আইসিসিকে এখানে জড়ানোর চেষ্টা করছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব দ্বিপক্ষীয় সিরিজ ভবিষ্যতে আবার কীভাবে আয়োজন করা যায়।’
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানের কোনো নারী ক্রিকেট দল। ২০২১ সালে সেপ্টেম্বরে তালেবান ক্ষমতায় আসার পর তাদের নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। আগের দুই বারের সিরিজ বাতিলের কারণও এটাই। সেই সিরিজ দুটির একটি হলো ২০২১ সালের নভেম্বরে হোবার্টে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট। এরপর ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে মার্চে হওয়ার কথা ছিল আফগানিস্তান-অস্ট্রেলি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরই পরিপ্রেক্ষিতে তখন বিগ ব্যাশে না খেলার হুমকিও দিয়েছিলেন তখন।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও অস্ট্রেলিয়া-আফগানিস্তান আইসিসি ইভেন্টে নিয়মিত মুখোমুখি হচ্ছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে খেলেছে দল দুটি। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দল দুটি। গত বছর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের সময়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাভিন উল হক লিখেছিলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চায় না। এখন দেখার বিষয় বিশ্বকাপে অস্ট্রেলিয়া কী করে।’
আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল করার ঘটনা যেন এখন বেশ পরিচিত দৃশ্য। কোনো সিরিজ শুরুর ঠিক আগে আগেই ঘটে এমন ঘটনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আগস্টে। ম্যাচ হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যুতে। আফগানিস্তানের আয়োজনে সম্ভাব্য ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে সিএ এই সিরিজ (অস্ট্রেলিয়া-আফগানিস্তান) বাতিলের কারণ হিসেবে জানিয়েছে, আফগানিস্তানে নারীদের মানবাধিকার নিয়ে তারা চিন্তিত। এক বিবৃতিতে সিএ বলেছে, ‘গত ১২ মাসে সিএ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছে। সরকারের পরামর্শ হচ্ছে যে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ কারণেই আমরা আগের অবস্থাতেই থাকছি ও দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করছি। ক্রিকেটে বিশ্বব্যাপী নারীদের অংশগ্রহণ নিয়ে সিএ খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সক্রিয়ভাবে আইসিসিকে এখানে জড়ানোর চেষ্টা করছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব দ্বিপক্ষীয় সিরিজ ভবিষ্যতে আবার কীভাবে আয়োজন করা যায়।’
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানের কোনো নারী ক্রিকেট দল। ২০২১ সালে সেপ্টেম্বরে তালেবান ক্ষমতায় আসার পর তাদের নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। আগের দুই বারের সিরিজ বাতিলের কারণও এটাই। সেই সিরিজ দুটির একটি হলো ২০২১ সালের নভেম্বরে হোবার্টে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট। এরপর ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে মার্চে হওয়ার কথা ছিল আফগানিস্তান-অস্ট্রেলি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরই পরিপ্রেক্ষিতে তখন বিগ ব্যাশে না খেলার হুমকিও দিয়েছিলেন তখন।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও অস্ট্রেলিয়া-আফগানিস্তান আইসিসি ইভেন্টে নিয়মিত মুখোমুখি হচ্ছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে খেলেছে দল দুটি। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দল দুটি। গত বছর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের সময়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাভিন উল হক লিখেছিলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চায় না। এখন দেখার বিষয় বিশ্বকাপে অস্ট্রেলিয়া কী করে।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩২ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে