ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আগে থেকেই দা-কুমড়া সম্পর্কের—এটা সবার জানা। অনেক দিন ধরেই দ্বিপক্ষীয় সিরিজ না হলেও মাঝে দুই দেশের সাবেক দুই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও রমিজ রাজা চেষ্টা করেছিলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। কিন্তু গত বছর জয় শাহর এক মন্তব্যে দুই বোর্ডের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়।
সেই উত্তেজনায় প্রলেপ না পড়তেই গতকাল ২০২৩-২৪ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি নিয়ে নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে।
এসিসির সভাপতি জয়ের সূচি প্রকাশ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল এসিসির সূচি প্রকাশ করেন জয়। এসিসির সভাপতির সূচকে ‘একতরফা’ বলে খোঁচা দিয়েছেন নাজাম। সঙ্গে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিও ঠিক করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে ট্যাগ করে নাজাম লিখেছেন, ‘২০২৩ ও ২০২৪ সালের এসিসির কাঠামো ও সূচি একতরফা উপস্থাপন করার জন্য জয় শাহকে ধন্যবাদ। বিশেষ করে এশিয়া কাপ ২০২৩ ঘোষণা করার জন্য। যার আয়োজক পাকিস্তান। আপনি যখন এমন কাজ করছেনই, তখন আমাদের পিএসএল ২০২৩ কাঠামো ও সূচির উপস্থাপন করতে পারেন। আপনার দ্রুত প্রতিক্রিয়া আশা করছি।’ তবে এ বিষয়ে এখনো কোনো উত্তর দেননি জয়।
এবারের এশিয়া কাপ পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে হবে—গত বছর এমনটি বলে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। আর গতকাল প্রকাশ করেছেন সূচি।
কিন্তু কোথায় হবে, সেটা জানা যায়নি। নিরপেক্ষ ভেন্যুর নাম জানা না গেলেও এবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।
২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও কোয়ালিফায়ারের দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ও আফগানিস্তান।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আগে থেকেই দা-কুমড়া সম্পর্কের—এটা সবার জানা। অনেক দিন ধরেই দ্বিপক্ষীয় সিরিজ না হলেও মাঝে দুই দেশের সাবেক দুই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও রমিজ রাজা চেষ্টা করেছিলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। কিন্তু গত বছর জয় শাহর এক মন্তব্যে দুই বোর্ডের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়।
সেই উত্তেজনায় প্রলেপ না পড়তেই গতকাল ২০২৩-২৪ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি নিয়ে নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে।
এসিসির সভাপতি জয়ের সূচি প্রকাশ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল এসিসির সূচি প্রকাশ করেন জয়। এসিসির সভাপতির সূচকে ‘একতরফা’ বলে খোঁচা দিয়েছেন নাজাম। সঙ্গে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিও ঠিক করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে ট্যাগ করে নাজাম লিখেছেন, ‘২০২৩ ও ২০২৪ সালের এসিসির কাঠামো ও সূচি একতরফা উপস্থাপন করার জন্য জয় শাহকে ধন্যবাদ। বিশেষ করে এশিয়া কাপ ২০২৩ ঘোষণা করার জন্য। যার আয়োজক পাকিস্তান। আপনি যখন এমন কাজ করছেনই, তখন আমাদের পিএসএল ২০২৩ কাঠামো ও সূচির উপস্থাপন করতে পারেন। আপনার দ্রুত প্রতিক্রিয়া আশা করছি।’ তবে এ বিষয়ে এখনো কোনো উত্তর দেননি জয়।
এবারের এশিয়া কাপ পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে হবে—গত বছর এমনটি বলে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। আর গতকাল প্রকাশ করেছেন সূচি।
কিন্তু কোথায় হবে, সেটা জানা যায়নি। নিরপেক্ষ ভেন্যুর নাম জানা না গেলেও এবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।
২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও কোয়ালিফায়ারের দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ও আফগানিস্তান।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৪ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৭ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৭ ঘণ্টা আগে