ক্রীড়া ডেস্ক
আইপিএলের যে মাঠেই চেন্নাই সুপার কিংসের খেলা হোক না কেন, একটা দৃশ্য সব স্টেডিয়ামে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়কের নামে স্লোগান চলে সমান তালে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে।
ধোনি ব্যাটিং নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা দর্শক গগনবিদারি চিৎকারে ফেটে পড়ে। আর সেই চিৎকার এতটাই ছিল যে স্টেডিয়ামের একাংশের শ্রবণশক্তি নাকি হ্রাস পায়। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতিপক্ষ কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক।
ধোনি ব্যাটিংয়ে নামার আগে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যখন ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিংয়ে নামেন, শব্দের মাত্রা তখন বেড়ে যায়। নিজের সামাজিক মাধ্যমে সেই সময়কার শব্দের ডেসিবল কত ছিল তা শেয়ার করেছেন সাশা। নিজের হাতের স্মার্ট ঘড়িতে শব্দের মাত্রা দেখার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন ধোনি ব্যাটিং করতে মাঠে নামেন, উচ্চ স্বরের পরিবেশ-শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল। এ ভাবে ১০ মিনিট চললে অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস হতে পারে।’
দর্শক-সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদানও দিয়েছেন ধোনি। ৯ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তবে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি দলের হাসিমুখে মাঠ ছাড়ার কাজে আসেনি। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য যে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক লক্ষ্ণৌ। বড় ব্যবধানের জয়ের ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ৮২ রানের বিপরীতে সাশার স্বামী ডি কক খেলেছেন ৫৪ রানের এক ইনিংস।
আইপিএলের যে মাঠেই চেন্নাই সুপার কিংসের খেলা হোক না কেন, একটা দৃশ্য সব স্টেডিয়ামে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়কের নামে স্লোগান চলে সমান তালে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে।
ধোনি ব্যাটিং নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা দর্শক গগনবিদারি চিৎকারে ফেটে পড়ে। আর সেই চিৎকার এতটাই ছিল যে স্টেডিয়ামের একাংশের শ্রবণশক্তি নাকি হ্রাস পায়। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতিপক্ষ কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক।
ধোনি ব্যাটিংয়ে নামার আগে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যখন ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিংয়ে নামেন, শব্দের মাত্রা তখন বেড়ে যায়। নিজের সামাজিক মাধ্যমে সেই সময়কার শব্দের ডেসিবল কত ছিল তা শেয়ার করেছেন সাশা। নিজের হাতের স্মার্ট ঘড়িতে শব্দের মাত্রা দেখার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন ধোনি ব্যাটিং করতে মাঠে নামেন, উচ্চ স্বরের পরিবেশ-শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল। এ ভাবে ১০ মিনিট চললে অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস হতে পারে।’
দর্শক-সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদানও দিয়েছেন ধোনি। ৯ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তবে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি দলের হাসিমুখে মাঠ ছাড়ার কাজে আসেনি। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য যে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক লক্ষ্ণৌ। বড় ব্যবধানের জয়ের ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ৮২ রানের বিপরীতে সাশার স্বামী ডি কক খেলেছেন ৫৪ রানের এক ইনিংস।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৩ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৪ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৬ ঘণ্টা আগে