তানজিদ তামিমের অভিষেক, দেড় বছর পর সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৩ মে ২০২৪, ২০: ১৯
Thumbnail image

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ পরিয়ে দিয়েছেন জুনিয়র তামিমের টি-টোয়েন্টি অভিষেক ক্যাপ। 

দেড় বছর পর টি-টোয়েন্টি দলের একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। চোটের কারণে এই সিরিজে নেই সৌম্য। তাঁর জায়গায় ওপেনিং করবেন তামিম। 

বাংলাদেশের বোলিং আক্রমণে দুই স্পিনার, দুই পেসার ও এক পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেন সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত