ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কয়েকজনের নেতৃত্বে খেলেছে অস্ট্রেলিয়া। তবে মার্কিন মুলুকে হতে যাওয়া প্রথম বৈশ্বিক আসরে কে অধিনায়কত্ব পাবেন সেটি এখনো আনুষ্ঠানিকভাবে ঠিক না হলেও এ যাত্রায় এগিয়ে গেলেন মিচেল মার্শ। সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে ৩২ বছর বয়সী অলরাউন্ডারকে। অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনান্ডের অনুমোদন পেয়েছেন মার্শ।
চেয়ারম্যান জর্জ বেইলি ও টনি ডোডেমেইডের নির্বাচক প্যানেলের অংশ ম্যাকডোনাল্ড টি-টোয়েন্টিতে মার্শকে নেতৃত্ব দিতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ম্যাকডোনাল্ড এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি, সমস্ত রাস্তায় মিচের (মার্শ) দিকে নিয়ে যাবে। সে যেভাবে টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করেছে কতাতে আমরা খুশি ও স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আমরা মনে করি, সেই বিশ্বকাপে আমাদের নেতা।’
অ্যারন ফিঞ্চের অবসরের পর, ২০২৩ সাল থেকে মার্শ অস্ট্রেলিয়াকে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। মার্শকে বিশ্রাম দেওয়ায় ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে নেতৃত্ব দেন উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেতৃত্ব দেন মার্শ এবং শেষ দুই ম্যাচে ওয়েড।
১ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কোনো টি-টোয়েন্টি সূচি নেই অস্ট্রেলিয়ার। অজিরা পড়েছে ‘বি’ গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে তারা খেলবে ওমানের বিপক্ষে, ৫ জুন। এরপর ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি খেলবে যথাক্রমে ৮, ১১ ও ১৫ জুন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কয়েকজনের নেতৃত্বে খেলেছে অস্ট্রেলিয়া। তবে মার্কিন মুলুকে হতে যাওয়া প্রথম বৈশ্বিক আসরে কে অধিনায়কত্ব পাবেন সেটি এখনো আনুষ্ঠানিকভাবে ঠিক না হলেও এ যাত্রায় এগিয়ে গেলেন মিচেল মার্শ। সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে ৩২ বছর বয়সী অলরাউন্ডারকে। অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনান্ডের অনুমোদন পেয়েছেন মার্শ।
চেয়ারম্যান জর্জ বেইলি ও টনি ডোডেমেইডের নির্বাচক প্যানেলের অংশ ম্যাকডোনাল্ড টি-টোয়েন্টিতে মার্শকে নেতৃত্ব দিতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ম্যাকডোনাল্ড এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি, সমস্ত রাস্তায় মিচের (মার্শ) দিকে নিয়ে যাবে। সে যেভাবে টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করেছে কতাতে আমরা খুশি ও স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আমরা মনে করি, সেই বিশ্বকাপে আমাদের নেতা।’
অ্যারন ফিঞ্চের অবসরের পর, ২০২৩ সাল থেকে মার্শ অস্ট্রেলিয়াকে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। মার্শকে বিশ্রাম দেওয়ায় ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে নেতৃত্ব দেন উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেতৃত্ব দেন মার্শ এবং শেষ দুই ম্যাচে ওয়েড।
১ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কোনো টি-টোয়েন্টি সূচি নেই অস্ট্রেলিয়ার। অজিরা পড়েছে ‘বি’ গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে তারা খেলবে ওমানের বিপক্ষে, ৫ জুন। এরপর ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি খেলবে যথাক্রমে ৮, ১১ ও ১৫ জুন।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৩ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৩ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩ ঘণ্টা আগে