ক্রীড়া ডেস্ক
এক ইনিংসে ২২ ছক্কা! ভাবা যায়! সেটিই করে দেখাল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। আজ সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছক্কা-চারে রানের বন্যায় বইয়ে দিয়েছেন ক্যারিবিয়ানরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ওপেনার ব্রেন্ডন কিংকে হারালেও উইন্ডিজকে বিশাল সংগ্রহ এনে দেন জনসন চার্লস। তাঁর ৪৬ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৫৮ রান করেছে তারা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি পঞ্চম সর্বোচ্চ স্কোর। এই তালিকায় শীর্ষে আছে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে আফগানিস্তানের করা ৩ উইকেটে ২৭৮ রানের ইনিংসটি। তবে এটি টি-টোয়েন্টি উইন্ডিজের সর্বোচ্চ স্কোর।
চার্লস ও কাইল মেয়ার্স মিলে তুলোধুনোই করেছেন প্রোটিয়া বোলারদের। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে করেন ১৩৫ রানের জুটি। চার্লস একাই ১০ চারের পাশাপাশি ছয় হাঁকিয়েছেন ১১ টি। আর মেয়ার্স ৪ টি। উইন্ডিজ মোট ছয় মেরেছে ২২ টি। যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটি দেরাদুনের সেই আফগান-আইরিশ ম্যাচের। ওই ম্যাচেও ছয় হয়েছে ২২ টি। এক ইনিংসে এর আগে ২১টি ছক্কা ছিল ক্যারিবিয়ানদের সর্বোচ্চ।
২৫৬.৫২ স্ট্রাইক রেটে ব্যাট করে সেঞ্চুরি করা চার্লস ভেঙে দিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ডও। প্রোটিয়াদের বিপক্ষে তাঁর সেঞ্চুরিটি এসেছে মাত্র ৩৫ বলে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ দ্রুততম আর উইন্ডিজের হয়ে সবচেয়ে কম বলে। আগের রেকর্ডটি ছিল গেইলের। ২০১৬ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
এক ইনিংসে ২২ ছক্কা! ভাবা যায়! সেটিই করে দেখাল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। আজ সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছক্কা-চারে রানের বন্যায় বইয়ে দিয়েছেন ক্যারিবিয়ানরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ওপেনার ব্রেন্ডন কিংকে হারালেও উইন্ডিজকে বিশাল সংগ্রহ এনে দেন জনসন চার্লস। তাঁর ৪৬ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৫৮ রান করেছে তারা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি পঞ্চম সর্বোচ্চ স্কোর। এই তালিকায় শীর্ষে আছে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে আফগানিস্তানের করা ৩ উইকেটে ২৭৮ রানের ইনিংসটি। তবে এটি টি-টোয়েন্টি উইন্ডিজের সর্বোচ্চ স্কোর।
চার্লস ও কাইল মেয়ার্স মিলে তুলোধুনোই করেছেন প্রোটিয়া বোলারদের। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে করেন ১৩৫ রানের জুটি। চার্লস একাই ১০ চারের পাশাপাশি ছয় হাঁকিয়েছেন ১১ টি। আর মেয়ার্স ৪ টি। উইন্ডিজ মোট ছয় মেরেছে ২২ টি। যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটি দেরাদুনের সেই আফগান-আইরিশ ম্যাচের। ওই ম্যাচেও ছয় হয়েছে ২২ টি। এক ইনিংসে এর আগে ২১টি ছক্কা ছিল ক্যারিবিয়ানদের সর্বোচ্চ।
২৫৬.৫২ স্ট্রাইক রেটে ব্যাট করে সেঞ্চুরি করা চার্লস ভেঙে দিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ডও। প্রোটিয়াদের বিপক্ষে তাঁর সেঞ্চুরিটি এসেছে মাত্র ৩৫ বলে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ দ্রুততম আর উইন্ডিজের হয়ে সবচেয়ে কম বলে। আগের রেকর্ডটি ছিল গেইলের। ২০১৬ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২১ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে