ক্রীড়া ডেস্ক
শারজায় গত রাতে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচটা ছিল আল্লাহ মোহাম্মদ গজনফারের জন্য মাত্র আন্তর্জাতিক ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ। অথচ তাঁর রহস্যময় বোলিং দেখে কী করে সেটা বোঝা যাবে। বলতে গেলে তিনি তো একাই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।
২৩ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ গত রাতে ১৪৩ রানে শেষ। শারজায় প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো তারকাদের গজনফার বোকা বানিয়েছেন জাদুকরী বোলিংয়ে। ৩৩তম ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট (মুশফিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ) নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড সেখানেই ভেঙে দিলেন গজনফার। নাজমুল হোসেন শান্তদের কফিনে শেষ পেরেক গজনফার ঠুকে দিয়েছেন শরীফুল ইসলামকে বোল্ড করে। ২৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে গজনফারের হাতে। ম্যাচ শেষে ১৮ বছর বয়সী আফগান স্পিনার বলেন, ‘যখন প্রথম স্পেলে বোলিং করতে আসি, ছন্দ ভালো ছিল। ১ উইকেট পেয়েছি। কিন্তু উইকেটটা পাওয়ার পর বোলিংটা ভালো হয়নি। তারপর দ্বিতীয় স্পেলে চিন্তা করেছিলাম শক্তিশালী হয়ে ফিরব এবং সেটা করতে পেরেছি। চেষ্টা করেছি এবং দলকে জয় এনে দিয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে গজনফারের পথচলাটা শুরু এ বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়তে তাঁর লাগল ৬ ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিংয়ের (২৬ রানে ৬ উইকেট) কীর্তিটা গজনফার বাংলাদেশের বিপক্ষে করলেন গত রাতেই। আফগান এই তরুণ স্পিনার বলেন, ‘দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের জন্যই স্বপ্ন। আমারও এমন স্বপ্ন ছিল। সেটা আজ (গতকাল) পূর্ণ হয়েছে।’
বড় ব্যবধানে হারের রাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কৃতিত্ব দিয়েছেন আফগানিস্তানের বোলারদের। গজনফারের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আফগানিস্তানের রহস্যময় স্পিনার থাকেই সব সময়। প্রত্যেকেই ভালো বোলিং করেছে। সে (গজনফার) সত্যিই অনেক দারুণ বোলিং করেছে।’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে স্পিনারদের সেরা বোলিংয়ের কীর্তিটাও গত রাতে নিজের করে নিয়েছেন গজনফার। এর আগে এই কীর্তি ছিল ইশ সোধির। ২০২৩ সালে মিরপুরে সোধিও নিয়েছিলেন ৬ উইকেট। তবে নিউজিল্যান্ডের লেগস্পিনার খরচ করেছিলেন ৩৯ রান।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে স্পিনারদের সেরা বোলিং
বোলিং দল ভেন্যু সাল
আল্লাহ গজনফার ৬/২৬ আফগানিস্তান শারজা ২০২৪
ইশ সোধি ৬/৩৯ নিউজিল্যান্ড মিরপুর ২০২৩
ড্যানিয়েল ভেট্টরি ৫/৭ নিউজিল্যান্ড কুইনস্টাউন ২০০৭
শহীদ আফ্রিদি ৫/২৩ পাকিস্তান মিরপুর ২০১১
মুত্তিয়া মুরালিধরন ৫/৩১ শ্রীলঙ্কা করাচি ২০০৮
আসিফ করিম ৫/৩৩ কেনিয়া নাইরোবি ১৯৯৭
সাকলাইন মুশতাক ৫/৩৫ পাকিস্তান নর্দাম্পটন ১৯৯৯
সাকলাইন মুশতাক ৫/৩৮ পাকিস্তান কলম্বো ১৯৯৭
শারজায় গত রাতে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচটা ছিল আল্লাহ মোহাম্মদ গজনফারের জন্য মাত্র আন্তর্জাতিক ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ। অথচ তাঁর রহস্যময় বোলিং দেখে কী করে সেটা বোঝা যাবে। বলতে গেলে তিনি তো একাই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।
২৩ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ গত রাতে ১৪৩ রানে শেষ। শারজায় প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো তারকাদের গজনফার বোকা বানিয়েছেন জাদুকরী বোলিংয়ে। ৩৩তম ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট (মুশফিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ) নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড সেখানেই ভেঙে দিলেন গজনফার। নাজমুল হোসেন শান্তদের কফিনে শেষ পেরেক গজনফার ঠুকে দিয়েছেন শরীফুল ইসলামকে বোল্ড করে। ২৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে গজনফারের হাতে। ম্যাচ শেষে ১৮ বছর বয়সী আফগান স্পিনার বলেন, ‘যখন প্রথম স্পেলে বোলিং করতে আসি, ছন্দ ভালো ছিল। ১ উইকেট পেয়েছি। কিন্তু উইকেটটা পাওয়ার পর বোলিংটা ভালো হয়নি। তারপর দ্বিতীয় স্পেলে চিন্তা করেছিলাম শক্তিশালী হয়ে ফিরব এবং সেটা করতে পেরেছি। চেষ্টা করেছি এবং দলকে জয় এনে দিয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে গজনফারের পথচলাটা শুরু এ বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়তে তাঁর লাগল ৬ ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিংয়ের (২৬ রানে ৬ উইকেট) কীর্তিটা গজনফার বাংলাদেশের বিপক্ষে করলেন গত রাতেই। আফগান এই তরুণ স্পিনার বলেন, ‘দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের জন্যই স্বপ্ন। আমারও এমন স্বপ্ন ছিল। সেটা আজ (গতকাল) পূর্ণ হয়েছে।’
বড় ব্যবধানে হারের রাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কৃতিত্ব দিয়েছেন আফগানিস্তানের বোলারদের। গজনফারের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আফগানিস্তানের রহস্যময় স্পিনার থাকেই সব সময়। প্রত্যেকেই ভালো বোলিং করেছে। সে (গজনফার) সত্যিই অনেক দারুণ বোলিং করেছে।’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে স্পিনারদের সেরা বোলিংয়ের কীর্তিটাও গত রাতে নিজের করে নিয়েছেন গজনফার। এর আগে এই কীর্তি ছিল ইশ সোধির। ২০২৩ সালে মিরপুরে সোধিও নিয়েছিলেন ৬ উইকেট। তবে নিউজিল্যান্ডের লেগস্পিনার খরচ করেছিলেন ৩৯ রান।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে স্পিনারদের সেরা বোলিং
বোলিং দল ভেন্যু সাল
আল্লাহ গজনফার ৬/২৬ আফগানিস্তান শারজা ২০২৪
ইশ সোধি ৬/৩৯ নিউজিল্যান্ড মিরপুর ২০২৩
ড্যানিয়েল ভেট্টরি ৫/৭ নিউজিল্যান্ড কুইনস্টাউন ২০০৭
শহীদ আফ্রিদি ৫/২৩ পাকিস্তান মিরপুর ২০১১
মুত্তিয়া মুরালিধরন ৫/৩১ শ্রীলঙ্কা করাচি ২০০৮
আসিফ করিম ৫/৩৩ কেনিয়া নাইরোবি ১৯৯৭
সাকলাইন মুশতাক ৫/৩৫ পাকিস্তান নর্দাম্পটন ১৯৯৯
সাকলাইন মুশতাক ৫/৩৮ পাকিস্তান কলম্বো ১৯৯৭
প্রথম ওয়ানডেতে অফ স্টাম্পের বাইরের বল দ্বিধা থরথর মনে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভস বন্দী হয়েছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে ১৯ রান করেছিলেন বাংলাদেশি ওপেনার। তবে আজ আরও বাজে শট খেলে আউট হলেন তিনি।
৫ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কুড়ি ওভারের সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন এই সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস।
২১ মিনিট আগেপ্রিমিয়ার লিগে ১০ জন নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে আজ ফেডারেশন কাপে সেই ১০ জনের মোহামেডানকে ১-০ গোলে হারাল রহমতগঞ্জ।
৩৫ মিনিট আগেপ্রথম ওয়ানডেতে অফ স্টাম্পের বাইরের বল দ্বিধাথরথর মনে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হয়েছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে ১৯ রান করেছিলেন বাংলাদেশি ওপেনার। তবে আজ আরও বাজে শট খেলে আউট হলেন তিনি।
১ ঘণ্টা আগে