নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বোলিংয়ে লাইন-লেংথ ঠিকভাবে ধরে রাখতে পারেনি বাংলাদেশ বোলাররা। ব্যাটিংয়ে ঝড় তুললেন জিম্বাবুয়ান ব্যাটাররা। এক প্রান্তে ওয়াসলি মাদহেভেরে আর অপর প্রান্তে সিকান্দার রাজা। দুজনের ৯১ রানের জুটিতে টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ও বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে স্বাগতিকেরা।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ আরভিন। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। জিততে হলে ২০৬ রান করতে হবে নুরুল হাসান সোহানদের।
উদ্বোধনী জুটিটা ভালো হয়নি স্বাগতিকদের। ১৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ১১ বলে ৮ রান করে নাজমুল হোসেন শান্তের ক্যাচে ফেরেন রেগিস চাকাভা।
তিনে এসে শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন মাদহেভেরে। এক প্রান্তে আরভিন অন্য প্রান্তে মাদহেভেরে মিলে দ্রুত রান তোলায় মনোযোগ দেন। তাঁদের ২৮ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। ২১ রান করে ফেরেন স্বাগতিক অধিনায়ক।
চতুর্থ উইকেটের জুটিতে মাদহেভেরের সঙ্গে দারুণ ব্যাটিং করেন শন উইলিয়ামস। দলীয় রান দ্রুত এগিয়ে নেন এই দুই ব্যাটার। তাঁদের ৫৬ রানের জুটি ভাঙলে ফেরেন উইলিয়ামস (১৯ বলে ৩৩)। মোস্তাফিজের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হন তিনি।
তিন উইকেট হারালেও বাংলাদেশের বোলারদের ওপর তোপ ঝাড়েন মাদহেভেরে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সিকান্দার রাজা। ৩৭ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তোলেন মাদহেভেরে। চতুর্থ উইকেটের রাজার সঙ্গে ঝড় তোলেন তিনি। ২৩ বলে ফিফটি তোলেন রাজাও। শেষ ওভারে চোটে রিটার্ডহার্ট হন মাদভেরে। তবে ঝোড়ো ব্যাট করা রাজার ৬৫ রানের অপরাজিত ইনিংসে ২০৫ রান তোলে স্বাগতিকেরা।
বোলিংয়ে লাইন-লেংথ ঠিকভাবে ধরে রাখতে পারেনি বাংলাদেশ বোলাররা। ব্যাটিংয়ে ঝড় তুললেন জিম্বাবুয়ান ব্যাটাররা। এক প্রান্তে ওয়াসলি মাদহেভেরে আর অপর প্রান্তে সিকান্দার রাজা। দুজনের ৯১ রানের জুটিতে টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ও বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে স্বাগতিকেরা।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ আরভিন। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। জিততে হলে ২০৬ রান করতে হবে নুরুল হাসান সোহানদের।
উদ্বোধনী জুটিটা ভালো হয়নি স্বাগতিকদের। ১৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ১১ বলে ৮ রান করে নাজমুল হোসেন শান্তের ক্যাচে ফেরেন রেগিস চাকাভা।
তিনে এসে শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন মাদহেভেরে। এক প্রান্তে আরভিন অন্য প্রান্তে মাদহেভেরে মিলে দ্রুত রান তোলায় মনোযোগ দেন। তাঁদের ২৮ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। ২১ রান করে ফেরেন স্বাগতিক অধিনায়ক।
চতুর্থ উইকেটের জুটিতে মাদহেভেরের সঙ্গে দারুণ ব্যাটিং করেন শন উইলিয়ামস। দলীয় রান দ্রুত এগিয়ে নেন এই দুই ব্যাটার। তাঁদের ৫৬ রানের জুটি ভাঙলে ফেরেন উইলিয়ামস (১৯ বলে ৩৩)। মোস্তাফিজের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হন তিনি।
তিন উইকেট হারালেও বাংলাদেশের বোলারদের ওপর তোপ ঝাড়েন মাদহেভেরে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সিকান্দার রাজা। ৩৭ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তোলেন মাদহেভেরে। চতুর্থ উইকেটের রাজার সঙ্গে ঝড় তোলেন তিনি। ২৩ বলে ফিফটি তোলেন রাজাও। শেষ ওভারে চোটে রিটার্ডহার্ট হন মাদভেরে। তবে ঝোড়ো ব্যাট করা রাজার ৬৫ রানের অপরাজিত ইনিংসে ২০৫ রান তোলে স্বাগতিকেরা।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে