Ajker Patrika

ফাওয়াদ যেখানে ছাড়িয়ে গেলেন গাভাস্কার-গাঙ্গুলীদের 

ক্রীড়া ডেস্ক, ঢাকা
ফাওয়াদ যেখানে ছাড়িয়ে গেলেন গাভাস্কার-গাঙ্গুলীদের 

জ্যামাইকা টেস্টে প্রথম দিনেই সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন ফাওয়াদ আলম! তবে প্রচণ্ড গরমে মাংশ পেশিতে টান পড়লে ৭৬ রান করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। টেস্টের তৃতীয় দিনে এসে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে সবচেয়ে কম ইনিংসে ৫ সেঞ্চুরির দেখা পেলেন ফাওয়াদ। 

শেষ পর্যন্ত ফাওয়াদকে আউটই করতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। ১৭ চারে ১২৪ রান করে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। ফাওয়াদের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে জ্যামাইকা টেস্টের ভালো অবস্থানে পাকিস্তান। একই সঙ্গে ব্যক্তিগত কিছু অর্জনও ধরা দিয়েছে এই বাঁহাতি আনঅর্থোডক্স এই ব্যাটসম্যানের। টেস্টে পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন। এই ৫ সেঞ্চুরি পেতে খেলেছেন ২২ ইনিংস। 

২৮ ইনিংসে ৫ সেঞ্চুরি পাওয়া ইউনিস খানকে টপকে গেছেন ফাওয়াদ। শুধু পাকিস্তানই ব্যাটসম্যানদেরই পিছিয়ে ফেলেননি ইনিংসের হিসেবে ফাওয়াদের চেয়ে দ্রুত ৫ সেঞ্চুরি করতে পারেননি এশিয়ার কোনো ব্যাটসম্যান। পেছনে ফেলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও সৌরভ গাঙ্গুলীদের মতো ব্যাটসম্যানদেরও। ফাওয়াদের পর তালিকার দুই নম্বরে আছেন চেতেশ্বর পূজারা। ৫ সেঞ্চুরি পেতে পূজারা সময় নিয়েছেন ২৪ ইনিংস। গাঙ্গুলী ও গাভাস্কার দুজনই ক্যারিয়ারে প্রথম ৫ সেঞ্চুরিতে করতে সময় নিয়েছেন ২৫ ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬ বার পঞ্চাশোর্ধ্ব রান করে ৫টিই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ফাওয়াদ। জ্যামাইকা টেস্টে ফাওয়াদের অপরাজিত ১২৪ রানের সুবাদে ৯ উইকেটে ৩০২ রান করেই ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। 

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুর মতো ওয়েস্ট ইন্ডিজও বিপর্যয়ে পড়ে। তৃতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৩৯ রান তুলতেই নেই ৩ উইকেট। দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও কাইরন  পাওয়েল যথাক্রমে ৪ ও ৫ রান করে শাহিন আফ্রিদির শিকার হন। ১০ রান করা রোস্টন চেস বোল্ড হয়েছেন ফাহিম আশরাফের বলে। এনক্রুমাহ বনার (১৮ *) ও আলজারি জোসেফ (০ *) অপরাজিত আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত