বড় জয়ে শুরু বাংলাদেশ মেয়েদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১: ৩৩
Thumbnail image

কমনওয়েলথ গেমস বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনো সুযোগই পায়নি মালয়েশিয়া। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকেরা। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুজন—উইনিফ্রেড দুরাইসিঙ্গাম (১২) ও মাস এলিসা (১১)। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। এর মধ্যে রুমানা ৪ ওভারে মাত্র ৪ রান দেন। 

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতেই ৩৮ রান করে ফেলে বাংলাদেশ। ৪টি চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৮ রান করে শামিমা সুলতানা আউট হলে এই জুটি ভাঙে। শামিমার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মুর্শিদা খাতুনও। তাঁর ব্যাট থেকে আসে ১৬ বলে ১৪ রান। 

তবে তাঁদের বিদায়ের পর অধিনায়ক নিগারের ৩ ও ফারজানা হকের ৭ রানের অপরাজিত দুই ইনিংসে ১২ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত