ক্রীড়া ডেস্ক
বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। আজ দ্বিতীয় দিন মাঠেই নামতে পারেননি খেলোয়াড়েরা। হয়নি একটি বলও। অনেকক্ষণ অপেক্ষার পর পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
দিনের খেলা বাতিল হওয়ায় খেলোয়াড় হিসেবে হতাশ নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে খুবই হতাশার একটা ব্যাপার। কারণ, অনেক কষ্ট করেই খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। পরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারা দিনেও খেলা হয়নি। সব মিলিয়ে, খেলোয়াড় হিসেবে এটা অবশ্যই হতাশার। তবে আসলে কিছু করারও নেই। এটা আসলে আমাদের নিয়ন্ত্রণও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’
বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শুরু হয়েছিল দেরিতে। এরপর টসে হেরে ব্যাটিংয়ে নেমে গতকাল ৩ উইকেটে ১০৭ রানে প্রথম দিন পার করে বাংলাদেশ। শুরুটা দেখেশুনে খেলার আভাস দিলেও দ্রুত বিদায় নেন দুই ওপেনার। এরপর ধাক্কাটা সামলে নেন মুমিনুল হক ও শান্ত। বাংলাদেশ অধিনায়ক অবশ্য ফিরেছেন গতকালকেই। তিনি মনে করেন বাংলাদেশ প্রথম দিনে একটি উইকেট বেশি হারিয়েছে।
এ নিয়ে শান্ত আজ বলেছেন, ‘আমার মনে হয়, একটি উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি...শুরুটাও ভালো হয়েছিল। তবে আমি বলব না যে, খুব খারাপ অবস্থানে আছি, যে উইকেটে আমরা খেলছি। আমাদের এখনো অনেক ব্যাটার আছে। এখান থেকে যদি দুইটা বড় জুটি হয়, ভালো অবস্থানে যাব। তবে এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমার মনে হয় যে, মাঝামাঝি একটা অবস্থানে আছি।’
প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বৃষ্টি। কানপুরের উইকেট ভালো থাকলেও এই বৃষ্টি ব্যাটারদের জন্য চ্যালেঞ্জের হতে পারে মনে করেন শান্ত, ‘উইকেট ভালোই ছিল। আমার মনে হয়, চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। কারণ, লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যেকোনো সময় বৃষ্টির একটা বাধা থাকে। সুতরাং এটা মাথায় নিয়ে ব্যাটাররা ব্যাটিং করছে। যেটা একটা কঠিন ব্যাপার। তা ছাড়া আমি বলব যে, উইকেট বেশ ভালো ছিল। তবে আমাদের সামনে হয়তো তৃতীয় দিন, চতুর্থ দিন বৃষ্টি—ওই রকম রোদও থাকছে না, সে ক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে, পরে যখন খেলা শুরু হবে তখন দেখা যাবে।’
বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। আজ দ্বিতীয় দিন মাঠেই নামতে পারেননি খেলোয়াড়েরা। হয়নি একটি বলও। অনেকক্ষণ অপেক্ষার পর পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
দিনের খেলা বাতিল হওয়ায় খেলোয়াড় হিসেবে হতাশ নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে খুবই হতাশার একটা ব্যাপার। কারণ, অনেক কষ্ট করেই খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। পরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারা দিনেও খেলা হয়নি। সব মিলিয়ে, খেলোয়াড় হিসেবে এটা অবশ্যই হতাশার। তবে আসলে কিছু করারও নেই। এটা আসলে আমাদের নিয়ন্ত্রণও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’
বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শুরু হয়েছিল দেরিতে। এরপর টসে হেরে ব্যাটিংয়ে নেমে গতকাল ৩ উইকেটে ১০৭ রানে প্রথম দিন পার করে বাংলাদেশ। শুরুটা দেখেশুনে খেলার আভাস দিলেও দ্রুত বিদায় নেন দুই ওপেনার। এরপর ধাক্কাটা সামলে নেন মুমিনুল হক ও শান্ত। বাংলাদেশ অধিনায়ক অবশ্য ফিরেছেন গতকালকেই। তিনি মনে করেন বাংলাদেশ প্রথম দিনে একটি উইকেট বেশি হারিয়েছে।
এ নিয়ে শান্ত আজ বলেছেন, ‘আমার মনে হয়, একটি উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি...শুরুটাও ভালো হয়েছিল। তবে আমি বলব না যে, খুব খারাপ অবস্থানে আছি, যে উইকেটে আমরা খেলছি। আমাদের এখনো অনেক ব্যাটার আছে। এখান থেকে যদি দুইটা বড় জুটি হয়, ভালো অবস্থানে যাব। তবে এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমার মনে হয় যে, মাঝামাঝি একটা অবস্থানে আছি।’
প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বৃষ্টি। কানপুরের উইকেট ভালো থাকলেও এই বৃষ্টি ব্যাটারদের জন্য চ্যালেঞ্জের হতে পারে মনে করেন শান্ত, ‘উইকেট ভালোই ছিল। আমার মনে হয়, চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। কারণ, লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যেকোনো সময় বৃষ্টির একটা বাধা থাকে। সুতরাং এটা মাথায় নিয়ে ব্যাটাররা ব্যাটিং করছে। যেটা একটা কঠিন ব্যাপার। তা ছাড়া আমি বলব যে, উইকেট বেশ ভালো ছিল। তবে আমাদের সামনে হয়তো তৃতীয় দিন, চতুর্থ দিন বৃষ্টি—ওই রকম রোদও থাকছে না, সে ক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে, পরে যখন খেলা শুরু হবে তখন দেখা যাবে।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩০ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে