বিশ্বকাপে কি দেখা যাবে মুক্ত লামিচানেকে 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ মে ২০২৪, ২২: ০৭
Thumbnail image

ধর্ষণ মামলায় ৮ বছরের কারাদণ্ড পাওয়ার পরেই উচ্চ আদালতে আপিল করেছিলেন সন্দ্বীপ লামিচানে। সেই আপিলেই আজ ধর্ষণ মামলায় মুক্তি পেয়েছেন নেপালের সাবেক অধিনায়ক।

লামিচানের আপিলের রায়ে বিষয়ে এএফপিকে পাটান হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি বলেছেন, ‘জেলা আদালতের রায় বাতিল করেছে হাইকোর্ট। সন্দ্বীপ লামিচানেকে মুক্তি দেওয়া হয়েছে।’

ধর্ষণ মামলা থেকে খালাস পাওয়ার পর লামিচানে বলেছেন, ‘এ সময় পাশে থেকে আমাকে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। অতীতে যা করেছি ভবিষ্যতে নেপালের হয়ে ক্রিকেটে আরও ভালো কিছু করতে চাই।’

২০২২ সালে এক কিশোরীর ধর্ষণ মামলায় অভিযুক্ত হন লামিচানে। গত বছর সেই মামলায় নেপালের ক্রিকেটের ‘পোস্টার বয়ের’ ৮ বছরে কারাদণ্ড হয়। এই রায়ের পর তাঁকে নেপাল ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করে। আজ মুক্তি পাওয়ার পর ২৩ বছর বয়সী লেগ স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপালের বোর্ড।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন সম্ভাবনা জেগেছে লামিচানের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার। ইতিমধ্যে নেপাল বিশ্বকাপের দল ঘোষণা করলেও আগামী ২৫ মে পর্যন্ত যেহেতু দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে তাই চাইলে সেই সুযোগ নিতেই পারে বাংলাদেশের গ্রুপ সঙ্গীরা। ধর্ষণ মামলায় মুক্তি পাওয়ার পর উইকেট উদ্‌যাপনের মতো এখন বিশ্বকাপে দুই হাত মেলে ডানা মেলানোর সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত