ক্রীড়া ডেস্ক
বিপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৫ উইকেট হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দুর্দান্ত ঢাকা। ঢাকার মতোই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে করতে হবে ১৭৮ রান।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে জাকির হাসানের দুর্দান্ত ফিফটিতে ২ উইকেটে ১৭৭ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন দুজনে। ব্যক্তিগত ৩৬ রানের সময় চট্টগ্রামের বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানকে তুলে মারতে গিয়ে বাউন্ডারির কাছে আভিষ্কা ফার্নান্দোর হাতে তালুবন্দী হন বাঁহাতি ব্যাটার।
শান্ত ফিরে যাওয়ার পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মিথুনও। ৪ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর ৪০ রানের ইনিংসটির ছন্দ পতন ঘটান কার্টিস ক্যাম্ফার। তবে উইকেট পেতে আয়ারল্যান্ডের বোলারের যতটা না অবদান ছিল তার বেশি ভুল ছিল মিঠুনের। দারুণ খেলতে থাকা সিলেটের ওপেনার প্রতিপক্ষের উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে বল মারতে গিয়ে ইমরান উজ্জামানের গ্লাভসে ধরা পড়লেন।
ভালো শুরুর পরও সিলেটের দুই ওপেনার ব্যর্থ হলেও তিনে নেমে দারুণ ফিফটি তুলে নিয়েছেন জাকির হোসেন। ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ১৬২.৭৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। ফিফটি করার পথে সতীর্থ হ্যারি টেক্টরের সঙ্গে অনবদ্য ৮২ রানের জুটি গড়েন তিনি। অন্যদিকে ২০ বলে ২৬ রানে অপরাজিত থাকেন টেক্টর। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও ক্যাম্ফার।
বিপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৫ উইকেট হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দুর্দান্ত ঢাকা। ঢাকার মতোই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে করতে হবে ১৭৮ রান।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে জাকির হাসানের দুর্দান্ত ফিফটিতে ২ উইকেটে ১৭৭ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন দুজনে। ব্যক্তিগত ৩৬ রানের সময় চট্টগ্রামের বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানকে তুলে মারতে গিয়ে বাউন্ডারির কাছে আভিষ্কা ফার্নান্দোর হাতে তালুবন্দী হন বাঁহাতি ব্যাটার।
শান্ত ফিরে যাওয়ার পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মিথুনও। ৪ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর ৪০ রানের ইনিংসটির ছন্দ পতন ঘটান কার্টিস ক্যাম্ফার। তবে উইকেট পেতে আয়ারল্যান্ডের বোলারের যতটা না অবদান ছিল তার বেশি ভুল ছিল মিঠুনের। দারুণ খেলতে থাকা সিলেটের ওপেনার প্রতিপক্ষের উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে বল মারতে গিয়ে ইমরান উজ্জামানের গ্লাভসে ধরা পড়লেন।
ভালো শুরুর পরও সিলেটের দুই ওপেনার ব্যর্থ হলেও তিনে নেমে দারুণ ফিফটি তুলে নিয়েছেন জাকির হোসেন। ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ১৬২.৭৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। ফিফটি করার পথে সতীর্থ হ্যারি টেক্টরের সঙ্গে অনবদ্য ৮২ রানের জুটি গড়েন তিনি। অন্যদিকে ২০ বলে ২৬ রানে অপরাজিত থাকেন টেক্টর। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও ক্যাম্ফার।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪৪ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে