Ajker Patrika

জাকিরের ফিফটিতে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য সিলেটের

ক্রীড়া ডেস্ক
জাকিরের ফিফটিতে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য সিলেটের

বিপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৫ উইকেট হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দুর্দান্ত ঢাকা। ঢাকার মতোই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে করতে হবে ১৭৮ রান।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে জাকির হাসানের দুর্দান্ত ফিফটিতে ২ উইকেটে ১৭৭ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন দুজনে। ব্যক্তিগত ৩৬ রানের সময় চট্টগ্রামের বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানকে তুলে মারতে গিয়ে বাউন্ডারির কাছে আভিষ্কা ফার্নান্দোর হাতে তালুবন্দী হন বাঁহাতি ব্যাটার।

শান্ত ফিরে যাওয়ার পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মিথুনও। ৪ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর ৪০ রানের ইনিংসটির ছন্দ পতন ঘটান কার্টিস ক্যাম্ফার। তবে উইকেট পেতে আয়ারল্যান্ডের বোলারের যতটা না অবদান ছিল তার বেশি ভুল ছিল মিঠুনের। দারুণ খেলতে থাকা সিলেটের ওপেনার প্রতিপক্ষের উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে বল মারতে গিয়ে ইমরান উজ্জামানের গ্লাভসে ধরা পড়লেন।

ভালো শুরুর পরও সিলেটের দুই ওপেনার ব্যর্থ হলেও তিনে নেমে দারুণ ফিফটি তুলে নিয়েছেন জাকির হোসেন। ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ১৬২.৭৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। ফিফটি করার পথে সতীর্থ হ্যারি টেক্টরের সঙ্গে অনবদ্য ৮২ রানের জুটি গড়েন তিনি। অন্যদিকে ২০ বলে ২৬ রানে অপরাজিত থাকেন টেক্টর। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও ক্যাম্ফার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত