ক্রীড়া ডেস্ক
গত আগস্টেই কথাটা বলেছিলেন রিকি পন্টিং—টেস্ট ক্রিকেট রানে শচীন টেন্ডুলকারকে একদিন ছাড়িয়ে যাবেন জো রুট। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের কথাটারই এবার পুনরাবৃত্তি করলেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বললেন, ‘আমি দেখতে পাচ্ছি, শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলবেন রুট।’
অ্যালিস্টার কুক এমন সময় কথাটা বললেন, যখন ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ১২ হাজার ৪৭২ রানের তাঁর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন রুট। মুলতান টেস্টে গতকাল দিনের খেলা শেষের আগে ১৭৬ রানে অপরাজিত থাকেন রুট। এই ইনিংস খেলার পথেই কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড গড়েছেন। রুটের রান এখন—১২ হাজার ৫৭৮। এই তালিকায় রুটের ওপরে আছেন শুধু চারজন—রাহুল দ্রাবিড় (১৩২৮৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯), রিকি পন্টিং (১৩৩৭৮) এবং শচীন টেন্ডুলকার (১৫৯২১)।
৩৩ বছর বয়সেও যেভাবে রান করে যাচ্ছেন তিনি, তাতে কুকের বিশ্বাস, টেন্ডুলকারের সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ডটাকেও নিজের করে নেবেন রুট। কুকের ভাষায়, ‘রুটের যে রানক্ষুধা এবং নিজেকে এড়িয়ে নেওয়ার তাড়না রুটি সেটি আগামী কয়েক বছরে হারিয়ে ফেলবেন বলে মনে করি না আমি।’
এর আগে গত আগস্টে আইসিসির রিভিউ অনুষ্ঠানে রুটকে নিয়ে পন্টিং বলেছিলেন, ‘যদি রুট তার ক্ষুধাটা ধরে রাখতে পারে, তাহলে এটা (রানে শচীনকে ছাড়িয়ে যাওয়ার) হওয়ার সব সম্ভাবনাই আছে। গত দুই বছরে ব্যাটার হিসেবে উত্তরোত্তর ভালো করছে সে।’
রুটির সেঞ্চুরিটি তাঁর ক্যারিয়ারের ৩৫ তম। তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল পাঁচজন—শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকারা (৩৮) ও রাহুল দ্রাবিড় (৩৬)।
পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে রুটের সেঞ্চুরি পাওয়ার দিনে সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুকও। তাতে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৪৯২। ১৭৬ রানে অপরাজিত থাকা রুটের সঙ্গী উইকেটে আছেন ১৪১ রান নিয়ে।
গত আগস্টেই কথাটা বলেছিলেন রিকি পন্টিং—টেস্ট ক্রিকেট রানে শচীন টেন্ডুলকারকে একদিন ছাড়িয়ে যাবেন জো রুট। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের কথাটারই এবার পুনরাবৃত্তি করলেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বললেন, ‘আমি দেখতে পাচ্ছি, শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলবেন রুট।’
অ্যালিস্টার কুক এমন সময় কথাটা বললেন, যখন ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ১২ হাজার ৪৭২ রানের তাঁর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন রুট। মুলতান টেস্টে গতকাল দিনের খেলা শেষের আগে ১৭৬ রানে অপরাজিত থাকেন রুট। এই ইনিংস খেলার পথেই কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড গড়েছেন। রুটের রান এখন—১২ হাজার ৫৭৮। এই তালিকায় রুটের ওপরে আছেন শুধু চারজন—রাহুল দ্রাবিড় (১৩২৮৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯), রিকি পন্টিং (১৩৩৭৮) এবং শচীন টেন্ডুলকার (১৫৯২১)।
৩৩ বছর বয়সেও যেভাবে রান করে যাচ্ছেন তিনি, তাতে কুকের বিশ্বাস, টেন্ডুলকারের সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ডটাকেও নিজের করে নেবেন রুট। কুকের ভাষায়, ‘রুটের যে রানক্ষুধা এবং নিজেকে এড়িয়ে নেওয়ার তাড়না রুটি সেটি আগামী কয়েক বছরে হারিয়ে ফেলবেন বলে মনে করি না আমি।’
এর আগে গত আগস্টে আইসিসির রিভিউ অনুষ্ঠানে রুটকে নিয়ে পন্টিং বলেছিলেন, ‘যদি রুট তার ক্ষুধাটা ধরে রাখতে পারে, তাহলে এটা (রানে শচীনকে ছাড়িয়ে যাওয়ার) হওয়ার সব সম্ভাবনাই আছে। গত দুই বছরে ব্যাটার হিসেবে উত্তরোত্তর ভালো করছে সে।’
রুটির সেঞ্চুরিটি তাঁর ক্যারিয়ারের ৩৫ তম। তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল পাঁচজন—শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকারা (৩৮) ও রাহুল দ্রাবিড় (৩৬)।
পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে রুটের সেঞ্চুরি পাওয়ার দিনে সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুকও। তাতে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৪৯২। ১৭৬ রানে অপরাজিত থাকা রুটের সঙ্গী উইকেটে আছেন ১৪১ রান নিয়ে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩২ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে