নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২৯ মিনিট আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৪ ঘণ্টা আগে