ক্রীড়া ডেস্ক
ঢাকা: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কার ইনিংসের ৪৪তম ওভারে ইসুরু উদানাকে আউট করেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। যেখানে মোস্তাফিজ পেছনে ফেলেছেন মুত্তিয়া মুরালিধরনকে।
কাল ঘরের মাঠে ৫০ উইকেট পূর্ণ করেছেন মোস্তাফিজ। দেশের মাঠে উইকেটের ফিফটি পূর্ণ করতে কাটার মাস্টারের লেগেছে ২৫ ইনিংস। একটি নির্দিষ্ট দেশে ন্যূনতম ৫০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় সবচেয়ে সেরা—১৫.১। মোস্তাফিজের পরে আছেন মুরালিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি আরব আমিরাতে ৫০ উইকেট পূর্ণ করেছেন ১৭.৭ গড়ে। তৃতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান কিংবদন্তি জোয়েল গার্নার অস্ট্রেলিয়ার মাঠে ৫০ উইকেট নিয়েছেন ১৮.২ গড়ে।
আইপিএলের আগে মার্চ–এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন মোস্তাফিজ। বিসিবি তাঁকে শ্রীলঙ্কা সফরে ছুটি দিয়েছিল। সময়টা তিনি কাজে লাগিয়েছেন আইপিএল খেলে। আইপিএলে দেখা মিলেছে মোস্তাফিজ–ঝলক। রাজস্থানের হয়ে দুর্দান্ত বোলিংয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর কাছে প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই অনেক বেশি। তবে টানা কোয়ারেন্টিনের ধকল সামলে কেমন করেন, সেটাই ছিল দেখার বিষয়। কোয়ারেন্টিনবাধায় সিরিজের প্রস্তুতিটা যে খুব একটা ভালো হয়নি বাঁহাতি পেসারের।
অবশ্য সব সংশয় দূর করে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ। ৯ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট—তাঁর পারফরম্যান্স বলছে, বোলিংটা বেশ উপভোগই করছেন। তাঁর শরীরভাষা বলেছে, যথেষ্ট উদ্দীপ্ত তিনি। বোলিংয়ে উদ্দীপ্ত এই মোস্তাফিজকেই তো নিয়মিত চায় বাংলাদেশ।
ঢাকা: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কার ইনিংসের ৪৪তম ওভারে ইসুরু উদানাকে আউট করেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। যেখানে মোস্তাফিজ পেছনে ফেলেছেন মুত্তিয়া মুরালিধরনকে।
কাল ঘরের মাঠে ৫০ উইকেট পূর্ণ করেছেন মোস্তাফিজ। দেশের মাঠে উইকেটের ফিফটি পূর্ণ করতে কাটার মাস্টারের লেগেছে ২৫ ইনিংস। একটি নির্দিষ্ট দেশে ন্যূনতম ৫০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় সবচেয়ে সেরা—১৫.১। মোস্তাফিজের পরে আছেন মুরালিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি আরব আমিরাতে ৫০ উইকেট পূর্ণ করেছেন ১৭.৭ গড়ে। তৃতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান কিংবদন্তি জোয়েল গার্নার অস্ট্রেলিয়ার মাঠে ৫০ উইকেট নিয়েছেন ১৮.২ গড়ে।
আইপিএলের আগে মার্চ–এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন মোস্তাফিজ। বিসিবি তাঁকে শ্রীলঙ্কা সফরে ছুটি দিয়েছিল। সময়টা তিনি কাজে লাগিয়েছেন আইপিএল খেলে। আইপিএলে দেখা মিলেছে মোস্তাফিজ–ঝলক। রাজস্থানের হয়ে দুর্দান্ত বোলিংয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর কাছে প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই অনেক বেশি। তবে টানা কোয়ারেন্টিনের ধকল সামলে কেমন করেন, সেটাই ছিল দেখার বিষয়। কোয়ারেন্টিনবাধায় সিরিজের প্রস্তুতিটা যে খুব একটা ভালো হয়নি বাঁহাতি পেসারের।
অবশ্য সব সংশয় দূর করে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ। ৯ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট—তাঁর পারফরম্যান্স বলছে, বোলিংটা বেশ উপভোগই করছেন। তাঁর শরীরভাষা বলেছে, যথেষ্ট উদ্দীপ্ত তিনি। বোলিংয়ে উদ্দীপ্ত এই মোস্তাফিজকেই তো নিয়মিত চায় বাংলাদেশ।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১৯ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে