নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী দিনের বড় খেলোয়াড় হওয়ার আগমনী বার্তা বেশির ভাগ সময় আসে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে। সে হিসেবে ২০০৮ যুব বিশ্বকাপটা আলাদাভাবেই মনে রাখতে হবে। এই বিশ্বকাপ খেলা অনেক তরুণ খেলোয়াড় এখন বিশ্বক্রিকেটের বড় নাম। সময়ের সেরা তিন ব্যাটসম্যান বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথরা উঠে এসেছেন এই টুর্নামেন্ট খেলেই।
এই যুব বিশ্বকাপ খেলা বাংলাদেশের সোহরাওয়ার্দী শুভ, শুভাশিস রায়, নাসির হোসেন আন্তর্জাতিক ক্রিকেটে এসেও হারিয়ে গেছেন। এখনো টিকে আছেন রুবেল হোসেন। টিকে আছেন বটে, তবে কোহলি–উইলিয়ামসনদের অগ্রযাত্রা দেখে বড় আফসোস হওয়ার কথা বাংলাদেশ দলের এই অভিজ্ঞ পেসারের!
বয়সভিত্তিক ক্রিকেট যখন খেলেছেন, প্রতিভায় পিছিয়ে ছিলেন না রুবেলও। বিশেষ করে ভারত অধিনায়ক বিরাটের সঙ্গে সেই বিশ্বকাপে রুবেলের দ্বৈরথটা ছিল দেখার মতো। গত বছর তামিম ইকবালের অনলাইন আড্ডায় রুবেল সেই স্মৃতি রোমন্থন করেছিলেন এভাবে, ‘অনূর্ধ্ব-১৯ (২০০৮) থেকে ওর সঙ্গে একটা লড়াই হচ্ছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অনেক বেশি স্লেজিং করত। জাতীয় দলে হয়তো একটু কমছে। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে থাকতে সে প্রচুর স্লেজিং করত।’
৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে রুবেল হয়েছিলেন ২০০৮ যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা উইকেটশিকারি। উইকেট সংখ্যায় হয়তো পিছিয়ে ছিলেন, তবে গতি–আক্রমণাত্মক মনোভাবে আলাদা করেই নজর কেড়েছিলেন রুবেল। প্রতিভার ঝলকে আন্তর্জাতিক ক্রিকেটে আসতেও সময় লাগেনি তাঁর।
এরপর আন্তর্জাতিক ক্রিকেটে রুবেলের কেটে গেছে এক যুগ। এই এক যুগে তাঁর ‘ব্যাচমেট’ কোহলি–উইলিয়ামসনরা যেখানে নিজেদের ছাড়িয়ে নিয়েছেন অন্য উচ্চতায়, রুবেলের সেখানে কাটছে আসা–যাওয়ার মধ্যে। তিন সংস্করণ মিলিয়ে এখনো ২০০ উইকেটের দেখাও পাননি এই পেসার। সব মিলিয়ে ১৫৯ ম্যাচে রুবেলের উইকেট ১৯৩। ক্যারিয়ারটাও চলছে রোলার কোস্টারের মতো। দারুণ বোলিংয়ে এই ওপরে উঠেছেন, আবার নেমে যেতেও সময় লাগছে না। অবশ্য নিয়মিত ‘শত্রু’ চোটও বারবার পিছিয়ে দিয়েছে এই পেসারকে।
কিছুদিন আগে ‘এক্সট্রা পেস’ শিরোনামে একটি ছবি ক্রিকেটভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছে আইসিসি। সেই ছবিতে ২০০৮ যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে সবার ডানে আছেন রুবেল হোসেন। তাঁরই পাশে স্টিভ স্মিথ। একই ছবিতে আছেন উইলিয়ামসন, বিরাট কোহলি, ইমাদ ওয়াসিম, ক্রিস ওকস, সোলেমান মির, রাইলি রুশো, থিসারা পেরেরা ও ড্যারেন ব্রাভো। এক সোলেমান ছাড়া বাকিরা দেশের হয়ে আলো ছড়িয়েছেন। রুবেল অবশ্য একটু পিছিয়েই পড়েছেন। বিশেষ করে গত কয়েক বছরে। টেস্টে বিবেচনাতে নেই বহুদিন। সীমিত ওভারের ক্রিকেটেও নিয়মিত নন।
এই জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকা রুবেল এবার দারুণ কিছুই করতে চান। সফরের আগে মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন। জিম্বাবুয়ের কন্ডিশন পেসসহায়ক বলে একটু বেশিই অনুপ্রাণিত করছে রুবেলকে, ‘শতভাগ ফিট আছি। সুযোগ পেলে শতভাগ দিয়েই চেষ্টা করব।’
আগামী দিনের বড় খেলোয়াড় হওয়ার আগমনী বার্তা বেশির ভাগ সময় আসে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে। সে হিসেবে ২০০৮ যুব বিশ্বকাপটা আলাদাভাবেই মনে রাখতে হবে। এই বিশ্বকাপ খেলা অনেক তরুণ খেলোয়াড় এখন বিশ্বক্রিকেটের বড় নাম। সময়ের সেরা তিন ব্যাটসম্যান বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথরা উঠে এসেছেন এই টুর্নামেন্ট খেলেই।
এই যুব বিশ্বকাপ খেলা বাংলাদেশের সোহরাওয়ার্দী শুভ, শুভাশিস রায়, নাসির হোসেন আন্তর্জাতিক ক্রিকেটে এসেও হারিয়ে গেছেন। এখনো টিকে আছেন রুবেল হোসেন। টিকে আছেন বটে, তবে কোহলি–উইলিয়ামসনদের অগ্রযাত্রা দেখে বড় আফসোস হওয়ার কথা বাংলাদেশ দলের এই অভিজ্ঞ পেসারের!
বয়সভিত্তিক ক্রিকেট যখন খেলেছেন, প্রতিভায় পিছিয়ে ছিলেন না রুবেলও। বিশেষ করে ভারত অধিনায়ক বিরাটের সঙ্গে সেই বিশ্বকাপে রুবেলের দ্বৈরথটা ছিল দেখার মতো। গত বছর তামিম ইকবালের অনলাইন আড্ডায় রুবেল সেই স্মৃতি রোমন্থন করেছিলেন এভাবে, ‘অনূর্ধ্ব-১৯ (২০০৮) থেকে ওর সঙ্গে একটা লড়াই হচ্ছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অনেক বেশি স্লেজিং করত। জাতীয় দলে হয়তো একটু কমছে। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে থাকতে সে প্রচুর স্লেজিং করত।’
৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে রুবেল হয়েছিলেন ২০০৮ যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা উইকেটশিকারি। উইকেট সংখ্যায় হয়তো পিছিয়ে ছিলেন, তবে গতি–আক্রমণাত্মক মনোভাবে আলাদা করেই নজর কেড়েছিলেন রুবেল। প্রতিভার ঝলকে আন্তর্জাতিক ক্রিকেটে আসতেও সময় লাগেনি তাঁর।
এরপর আন্তর্জাতিক ক্রিকেটে রুবেলের কেটে গেছে এক যুগ। এই এক যুগে তাঁর ‘ব্যাচমেট’ কোহলি–উইলিয়ামসনরা যেখানে নিজেদের ছাড়িয়ে নিয়েছেন অন্য উচ্চতায়, রুবেলের সেখানে কাটছে আসা–যাওয়ার মধ্যে। তিন সংস্করণ মিলিয়ে এখনো ২০০ উইকেটের দেখাও পাননি এই পেসার। সব মিলিয়ে ১৫৯ ম্যাচে রুবেলের উইকেট ১৯৩। ক্যারিয়ারটাও চলছে রোলার কোস্টারের মতো। দারুণ বোলিংয়ে এই ওপরে উঠেছেন, আবার নেমে যেতেও সময় লাগছে না। অবশ্য নিয়মিত ‘শত্রু’ চোটও বারবার পিছিয়ে দিয়েছে এই পেসারকে।
কিছুদিন আগে ‘এক্সট্রা পেস’ শিরোনামে একটি ছবি ক্রিকেটভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছে আইসিসি। সেই ছবিতে ২০০৮ যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে সবার ডানে আছেন রুবেল হোসেন। তাঁরই পাশে স্টিভ স্মিথ। একই ছবিতে আছেন উইলিয়ামসন, বিরাট কোহলি, ইমাদ ওয়াসিম, ক্রিস ওকস, সোলেমান মির, রাইলি রুশো, থিসারা পেরেরা ও ড্যারেন ব্রাভো। এক সোলেমান ছাড়া বাকিরা দেশের হয়ে আলো ছড়িয়েছেন। রুবেল অবশ্য একটু পিছিয়েই পড়েছেন। বিশেষ করে গত কয়েক বছরে। টেস্টে বিবেচনাতে নেই বহুদিন। সীমিত ওভারের ক্রিকেটেও নিয়মিত নন।
এই জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকা রুবেল এবার দারুণ কিছুই করতে চান। সফরের আগে মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন। জিম্বাবুয়ের কন্ডিশন পেসসহায়ক বলে একটু বেশিই অনুপ্রাণিত করছে রুবেলকে, ‘শতভাগ ফিট আছি। সুযোগ পেলে শতভাগ দিয়েই চেষ্টা করব।’
পার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৫ মিনিট আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
৩১ মিনিট আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
২ ঘণ্টা আগে