ক্রীড়া ডেস্ক
সিলেটে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে অসংখ্য রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। যার মধ্যে ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস—লঙ্কান দুই ব্যাটার দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। রেকর্ড গড়ার পর র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন ধনাঞ্জয়া-কামিন্দু।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন ধনাঞ্জয়া। এটাই তাঁর টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থান। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন। ১০২ ও ১০৮ রান করে হয়েছেন ম্যাচসেরা। দুই ইনিংসে সেঞ্চুরি করা কামিন্দু টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন ৬৪ নম্বরে। লঙ্কান বাঁহাতি ব্যাটারের টেস্টে ৪৭৬ রেটিং পয়েন্টই ক্যারিয়ার সেরা রেটিং। ধনাঞ্জয়া-কামিন্দু উভয় ইনিংসে সেঞ্চুরি করায় টেস্টে দুই ইনিংসে একই দুই ব্যাটারের সেঞ্চুরির ঘটনা হলো তিনটি।
সিলেটে গত পরশু চার দিনে শেষ হওয়া টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৮২ রানে। চতুর্থ ইনিংসে ১৪৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুমিনুল হক। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া মুমিনুল টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৫১৯। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেইন উইলিয়ামসন। ২ নম্বর স্থান ধরে রাখা জো রুটের রেটিং পয়েন্ট ৮২৪।
বাংলাদেশের ২০ উইকেটের ২০টিই তুলে নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। দুর্দান্ত পারফরম্যান্সে লঙ্কান বোলাররাও সুখবর পেয়েছেন। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন কাসুন রাজিথা। সিলেটে প্রথম টেস্টে ১১২ রানে নেন ৮ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৫ উইকেট। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি তাঁর এটা। বিশ্ব ফার্নান্দো ৭ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন। লঙ্কান বাঁহাতি পেসার ৮৪ রানে নেন ৭ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে খালেদ এখন ৮৯ নম্বরে। সিলেট টেস্টে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
সিলেটে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে অসংখ্য রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। যার মধ্যে ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস—লঙ্কান দুই ব্যাটার দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। রেকর্ড গড়ার পর র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন ধনাঞ্জয়া-কামিন্দু।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন ধনাঞ্জয়া। এটাই তাঁর টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থান। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন। ১০২ ও ১০৮ রান করে হয়েছেন ম্যাচসেরা। দুই ইনিংসে সেঞ্চুরি করা কামিন্দু টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন ৬৪ নম্বরে। লঙ্কান বাঁহাতি ব্যাটারের টেস্টে ৪৭৬ রেটিং পয়েন্টই ক্যারিয়ার সেরা রেটিং। ধনাঞ্জয়া-কামিন্দু উভয় ইনিংসে সেঞ্চুরি করায় টেস্টে দুই ইনিংসে একই দুই ব্যাটারের সেঞ্চুরির ঘটনা হলো তিনটি।
সিলেটে গত পরশু চার দিনে শেষ হওয়া টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৮২ রানে। চতুর্থ ইনিংসে ১৪৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুমিনুল হক। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া মুমিনুল টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৫১৯। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেইন উইলিয়ামসন। ২ নম্বর স্থান ধরে রাখা জো রুটের রেটিং পয়েন্ট ৮২৪।
বাংলাদেশের ২০ উইকেটের ২০টিই তুলে নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। দুর্দান্ত পারফরম্যান্সে লঙ্কান বোলাররাও সুখবর পেয়েছেন। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন কাসুন রাজিথা। সিলেটে প্রথম টেস্টে ১১২ রানে নেন ৮ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৫ উইকেট। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি তাঁর এটা। বিশ্ব ফার্নান্দো ৭ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন। লঙ্কান বাঁহাতি পেসার ৮৪ রানে নেন ৭ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে খালেদ এখন ৮৯ নম্বরে। সিলেট টেস্টে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!
৯ মিনিট আগেপ্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
২ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৩ ঘণ্টা আগে