Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফির আগে অস্ট্রেলিয়ার বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফির আগে ২০ দিনও বাকি নেই। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসির এই ইভেন্ট, সেই মুহূর্তে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দলটির তারকা অলরাউন্ডার মিচেল মার্শের চ্যাম্পিয়নস ট্রফি শেষই হয়ে গেল।

মার্শের চ্যাম্পিয়নস ট্রফিতে ছিটকে যাওয়ার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিএ বলেছে, ‘জাতীয় নির্বাচক প্যানেল (এনএসপি) ও অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের মেডিকেল বিভাগ জানিয়েছে পিঠের চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন মার্শ। পুনর্বাসনপ্রক্রিয়ার পরও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর (মার্শ) পিঠে ব্যথার চোট পুনর্বাসনপ্রক্রিয়া বাড়ানোর ব্যাপারে এনএসপিকে দীর্ঘমেয়াদে চিন্তা করার ব্যাপারে ভাবতে বাধ্য করছে। মাঠে ফিরতে মার্শ পুনরায় বিশ্রাম ও পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ শুরু করবেন।’

এ বছরের ১৩ জানুয়ারি মার্শকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় টুর্নামেন্টের দল চূড়ান্ত দরকার। নির্ধারিত সময়ের মধ্যে মার্শের বিকল্প পেয়ে যাবে বলে আশাবাদী অস্ট্রেলিয়া। এ ব্যাপারে সিএ বলছে, ‘মার্শের বিকল্প পাওয়ার ব্যাপারে এনএসপি নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলবে। ১২ ফেব্রুয়ারি বুধবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল চূড়ান্ত করার শেষ সময়।’

মার্শের ২০২৫ আইপিএলে খেলাও এখন শঙ্কার মধ্যে পড়ে গেছে। এই আইপিএলকে সামনে রেখে গত বছর অনুষ্ঠিত মেগা নিলামে ৩ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে কিনেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২০২৪ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪ ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ মার্শ খেলেছেন গত বছরের ২৬ ডিসেম্বর। মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ব্যাটিংয়ে ৪ রান করলেও বোলিংয়ে কোনো উইকেট। এরপর এ বছরের জানুয়ারিতে সিডনিতে ভারত সিরিজের পঞ্চম টেস্টের একাদশেই তাঁর জায়গা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত