ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে সিরিজ হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২২, ২৩: ৫৩
আপডেট : ১৪ জুলাই ২০২২, ০০: ১১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ। ৯ উইকেটের এই জয়ে এক মুহূর্তের জন্যও মনে হয়নি ম্যাচটা হারতে পারে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল তামিম ইকবালের দল। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম ওয়ানডে জিতল বাংলাদেশ। 

গায়ানায় উইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্য সহজেই উতরে গেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। এরপর শান্ত ব্যক্তিগত ২০ রানে ফিরলে লিটন দাসকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বাকি পথ পারি দেন তামিম। তামিম শেষ পর্যন্ত ৫০ রানে ও লিটন ৩২ রানে অপরাজিত থাকেন। 

এর আগে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে খেলতে নেমে বোলাররা তাঁদের কাজ সফলভাবেই করেছেন। ম্যাচের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদরা। এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙেন এই অলরাউন্ডার। এরপর নাসুম আহমেদের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের টপ অর্ডার। 

টানা তিন ব্যাটারকে ফিরিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডই ভেঙে দেন নাসুম। ৪৫ রানে ৪ উইকেট হারানো উইন্ডিজকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি মিরাজ-শরিফুলরা। নাসুম যদি উইন্ডিজ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন তবে লেজ মুড়িয়ে দেওয়ার কাজ করেছেন মিরাজ। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। আর ১৯ রান খরচায় নাসুমের শিকার ৩ উইকেট। স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ এক শর আগেই অলআউটের শঙ্কা জাগিয়েছিল। শেষ পর্যন্ত কিমো পলের অপরাজিত ২৫ রানের সুবাদে টেনেটুনে এক শ পার করে নিকোলাস পুরানের দল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত