ক্রীড়া ডেস্ক
গলে ২০২২ সালে টেস্ট অভিষেক অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ইনিংসেই পেয়েছিলেন ফিফটি। তবে এরপর প্রায় দুই বছর দেখা যায়নি সাদা পোশাকে। ফিরলেন যখন, সবকিছু সুদে-আসলে তুলে নিতে লাগলেন। গত মার্চে বাংলাদেশ সফরে দুই ইনিংসে ডাবল সেঞ্চুরিতে প্রত্যাবর্তন রাঙান কামিন্দু মেন্ডিস।
গতকাল সেই অভিষেক মঞ্চে পেলেন আরেক সেঞ্চুরি। সঙ্গে টেস্টে প্রথম দ্রুততম হাজার রানের কীর্তিতে বসেছেন ডন ব্যাডম্যানের পাশেও। অভিষেকের মাত্র দুই বছরের মাথায় ১৯৩০ সালে ১৩ ইনিংসে দ্রুততম ১ হাজার রান করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলে ব্র্যাডম্যানের এই রেকর্ডে ভাগ বসান কামিন্দু। লঙ্কান ব্যাটারের ৮ টেস্টে ১৩ ইনিংসে রান ১০০৪। ব্যাটিং গড় ৯১.২৭।
যেখানে ৭ টেস্টেই হাজার রান করা ব্র্যাডম্যানের গড় ছিল ৯৯.৬৬ (ক্যারিয়ার শেষে ৯৯.৯৪! )। গলে দ্বিতীয় ইনিংসে যদি ব্যাটিংয়ের সুযোগ পান, তবে কি গড়ের হিসাবে কামিন্দু এই রেকর্ড ভাঙতে পারবেন? দ্রুততম হাজার রানের গড়ে অবশ্য তিনি তিনে। দুইয়ে থাকা হার্বার্ট সাটক্লিফের গড় ছিল ৯২.২৭। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটারের দখলে সবচেয়ে কম ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম হাজার রান করার কীর্তি। অভিষেকের মাত্র ১ বছরের মাথায় ১৯২৫ সালে ১২ ইনিংসে ১০৩৭ রান করেন তিনি। ১৯৪৯ সালে সাটক্লিফের সেই রেকর্ডে ভাগ বসান ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। দুজনেরই লেগেছিল সমান ৯ টেস্ট।
সেই কীর্তির ৭৫ বছর পর টেস্ট ক্যারিয়ারে দ্রুততম প্রথম হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মেন্ডিস। ৫ উইকেটে ৬০২ রান নিয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করলে হয়তো গতকালই প্রথম দ্বিশতের দেখা পেয়ে যেতেন তিনি। সারা দিন বাউন্ডারিতে দৌড়ানো কিউইরা প্রথম ইনিংস শুরু করে গতকাল দিন পার করেছে ২ উইকেট হারিয়ে ২২ রান নিয়ে।
টেস্টে প্রথম ১৩ ইনিংসে বেশি ৬ সেঞ্চুরি নিল হার্ভে। ৫ সেঞ্চুরি আছে ব্র্যাডম্যান, সাটক্লিফ, উইকস, হ্যাডলি ও কামিন্দুর। প্রথম ১৩ ইনিংসে টেস্টে বেশি রানের তালিকায় কামিন্দু (১০০৪) আছেন চারে। তাঁর ওপরে আছেন ব্র্যাডম্যান (১১৯৬), উইকস (১০৭২) ও সাটক্লিফ (১০৩৭)।
গলে ২০২২ সালে টেস্ট অভিষেক অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ইনিংসেই পেয়েছিলেন ফিফটি। তবে এরপর প্রায় দুই বছর দেখা যায়নি সাদা পোশাকে। ফিরলেন যখন, সবকিছু সুদে-আসলে তুলে নিতে লাগলেন। গত মার্চে বাংলাদেশ সফরে দুই ইনিংসে ডাবল সেঞ্চুরিতে প্রত্যাবর্তন রাঙান কামিন্দু মেন্ডিস।
গতকাল সেই অভিষেক মঞ্চে পেলেন আরেক সেঞ্চুরি। সঙ্গে টেস্টে প্রথম দ্রুততম হাজার রানের কীর্তিতে বসেছেন ডন ব্যাডম্যানের পাশেও। অভিষেকের মাত্র দুই বছরের মাথায় ১৯৩০ সালে ১৩ ইনিংসে দ্রুততম ১ হাজার রান করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলে ব্র্যাডম্যানের এই রেকর্ডে ভাগ বসান কামিন্দু। লঙ্কান ব্যাটারের ৮ টেস্টে ১৩ ইনিংসে রান ১০০৪। ব্যাটিং গড় ৯১.২৭।
যেখানে ৭ টেস্টেই হাজার রান করা ব্র্যাডম্যানের গড় ছিল ৯৯.৬৬ (ক্যারিয়ার শেষে ৯৯.৯৪! )। গলে দ্বিতীয় ইনিংসে যদি ব্যাটিংয়ের সুযোগ পান, তবে কি গড়ের হিসাবে কামিন্দু এই রেকর্ড ভাঙতে পারবেন? দ্রুততম হাজার রানের গড়ে অবশ্য তিনি তিনে। দুইয়ে থাকা হার্বার্ট সাটক্লিফের গড় ছিল ৯২.২৭। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটারের দখলে সবচেয়ে কম ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম হাজার রান করার কীর্তি। অভিষেকের মাত্র ১ বছরের মাথায় ১৯২৫ সালে ১২ ইনিংসে ১০৩৭ রান করেন তিনি। ১৯৪৯ সালে সাটক্লিফের সেই রেকর্ডে ভাগ বসান ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। দুজনেরই লেগেছিল সমান ৯ টেস্ট।
সেই কীর্তির ৭৫ বছর পর টেস্ট ক্যারিয়ারে দ্রুততম প্রথম হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মেন্ডিস। ৫ উইকেটে ৬০২ রান নিয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করলে হয়তো গতকালই প্রথম দ্বিশতের দেখা পেয়ে যেতেন তিনি। সারা দিন বাউন্ডারিতে দৌড়ানো কিউইরা প্রথম ইনিংস শুরু করে গতকাল দিন পার করেছে ২ উইকেট হারিয়ে ২২ রান নিয়ে।
টেস্টে প্রথম ১৩ ইনিংসে বেশি ৬ সেঞ্চুরি নিল হার্ভে। ৫ সেঞ্চুরি আছে ব্র্যাডম্যান, সাটক্লিফ, উইকস, হ্যাডলি ও কামিন্দুর। প্রথম ১৩ ইনিংসে টেস্টে বেশি রানের তালিকায় কামিন্দু (১০০৪) আছেন চারে। তাঁর ওপরে আছেন ব্র্যাডম্যান (১১৯৬), উইকস (১০৭২) ও সাটক্লিফ (১০৩৭)।
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩ ঘণ্টা আগে