বিগ ব্যাশ থেকে বহিষ্কার হলেন ফারুকি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ১৪: ০৯
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৭: ০০

বিগব্যাশে এবার সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি হয়েছিল ফজল হক ফারুকির। কিন্তু শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফারুকির সঙ্গে চুক্তি বাতিল করে ফ্র‍্যাঞ্চাইজি। 

এক বিবৃতিতে ফারুকির সঙ্গে চুক্তি বাতিলের ব্যাপারটি নিশ্চিত করেছে সিডনি থান্ডার। শুধু এখানেই শেষ নয়, ঘটনার তদন্তের জন্য ফ্র্যাঞ্চাইজিটি এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ইনটেগ্রিটি ইউনিটের দ্বারস্থ হয়েছে। সিএ জানিয়েছে, ব্যাপারটি খুবই গোপনীয় এবং তারা কোনো মন্তব্য করবে না।

নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের প্রধান নির্বাহী লি জারমন এক বিবৃতিতে বলেছেন, ‘ফজল হক ফারুকির আচরণ আমাদের নিয়মনীতির পরিপন্থী। সে কারণে তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ঘটনায় যে ক্ষতি হয়েছে সেটা তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ ফারুকির বদলি ক্রিকেটার কাকে নেওয়া হবে সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি থান্ডার ফ্র্যাঞ্চাইজি। 

ফারুকি এবারের বিগব্যাশে এসেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। নভেম্বরে ডেভিড উইলি টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। তখন ফারুকির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল সিডনি থান্ডার। এবারের টুর্নামেন্টে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন আফগান এই বাঁহাতি পেসার, যেখানে গড় ১৮.৬ এবং ইকোনমি ৫.৮১।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত