দুই দল ছাড়াই মেয়েদের ডিপিএলের সূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নয় দলই চূড়ান্ত করে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সূচি প্রকাশ করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের দাবিদাওয়ার আপত্তি তুলে শেষ মুহূর্তে এবারের ডিপিএল থেকে সরে যায় শেখ রাসেল ও অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এবারের ডিপিএলের প্রথম পর্বের খেলা। 

প্রথম দিন হবে তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। বিকেএসপির ১ ও ৩ নম্বর মাঠ এবং ফতুল্লা স্টেডিয়ামে হবে ডিপিএলের ম্যাচগুলো।

এবারের ডিপিএল খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব ও কলাবাগান ক্রীড়াচক্র। 

ডিপিএলের দলবদলে অংশ না নেওয়ায় শেখ রাসেল ও অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছিল বিসিবি। দুই দলেরই দুই কর্মকর্তা জানিয়েছিলেন, তারা বিসিবিকে লিখিত ব্যাখ্যা দিয়েছে। এবারের ডিপিএলে অংশগ্রহণ না করার ব্যাপারে দুই দলই নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। তবে এবার না খেললেও সামনে বিসিবির সঙ্গে থাকতে চায় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত