চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ লিটন, চমক ইমন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২০: ৩৩
Thumbnail image
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাসের থাকা, না থাকা নিয়ে আলোচনাটা চলছিল অনেক দিন ধরেই। কারণ, সীমিত ওভারের ক্রিকেটে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অফফর্মে থাকা লিটনকে শেষ পর্যন্ত বাদ দিয়েই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি আজ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটনের পরিবর্তে এসেছেন পারভেজ হোসেন ইমন। টপ অর্ডারে ইমনের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছিলেন তানজিদ তামিম ও সৌম্য। দুজনেই একটি করে ফিফটি করেছিলেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়ের মতো তরুণেরা। মাহমুদউল্লাহ সবশেষ চার ম্যাচের চারটিতেই ফিফটি করেছেন। জাকের যে ফিনিশার হিসেবে কতটা কার্যকরী, সেটা গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখিয়েছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। সৌম্যর পেস বোলিংটাও কার্যকরী হতে পারে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে।

স্পিন আক্রমণে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। সচরাচর ৬-৭ নম্বরে মিরাজ ব্যাটিং করলেও ওপরের দিকে খেলতে দেখা যাচ্ছে প্রায়ই। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দুটিতে তিনি চার নম্বরে ব্যাটিং করেছেন। চার নম্বরে সবশেষ ৬ ওয়ানডেতে চারটি ফিফটি করেছেন তিনি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত