এক দিনের ব্যবধানে মুদ্রার দুই পিঠে পাকিস্তান ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে গত পরশু দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান পেয়েছিল একপেশে এক জয়। একই মাঠে গত রাতে হেসেখেলেই তৃতীয় টি-টোয়েন্টিতে বাবর আজমের দলকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। পাকিস্তানের পরাজয়ের রাতে দলপতি বাবর ছুঁয়েছেন ব্যক্তিগত এক মাইলফলক।
২২৩৬ রান নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ছিল অ্যারন ফিঞ্চের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর অবসর নেওয়া ফিঞ্চকে ছাড়াতে বাবরের দরকার ছিল ২৮ রান। অধিনায়ক হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ২২০৯ রান নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে শুরু করেন বাবর। টস হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তানের দলপতি বাবর ব্যাটিং করেন ওপেনার হিসেবে। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন তিনি। ২২৪৬ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান এখন বাবরের। ৬৭ ইনিংসে তিনি ব্যাটিং করেছেন ১২৯.৩০। বাবর শীর্ষে ওঠায় এই তালিকায় দুইয়ে নেমে গেছেন ফিঞ্চ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কদের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচে আছেন দুই ভারতীয় ক্রিকেটার। ১৬৪৮ ও ১৫৭০ রান করে চার ও পাঁচে রোহিত শর্মা ও বিরাট কোহলি। রান যেমনই হোক, টি-টোয়েন্টি যেখানে রানের খেলা, সেখানে স্ট্রাইকরেটের দিক থেকে রোহিত ও কোহলি। ১৪৮.৭৩ ও ১৪০.৫৫ স্ট্রাইকরেটে অধিনায়ক হিসেবে রান করেছেন রোহিত ও কোহলি। এখানে বাবর ও উইলিয়ামসনের স্ট্রাইকরেট ১২৯.৩০ ও ১২৩.৬১।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই বাবর পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফেরেন। রাওয়ালপিন্ডিতে ১৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষ হয়ে যায় দুই বলে। একই মাঠে পরশু রাতে মোহাম্মদ আমির-শাহিনের বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৮.১ ওভারে ৯০ রানে। ৯১ রানের লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ৪৭ বল হাতে রেখেই। রাওয়ালপিন্ডিতে গত রাতে তৃতীয় টি-টোয়েন্টি প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করে ৪ উইকেটে ১৭৮ রান। রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান করে ব্ল্যাকক্যাপসরা। ১০ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে কিউইরা। ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
রান ইনিংস স্ট্রাইকরেট দল
বাবর আজম ২২৪৬ ৬৭ ১২৯.৩০ পাকিস্তান
অ্যারন ফিঞ্চ ২২৩৬ ৭৬ ১৩৭.৫১ অস্ট্রেলিয়া
কেইন উইলিয়ামসন ২১২৫ ৭১ ১২৩.৬১ নিউজিল্যান্ড
রোহিত শর্মা ১৬৪৮ ৫৪ ১৪৮.৭৩ ভারত
বিরাট কোহলি ১৫৭০ ৪৬ ১৪০.৫৫ ভারত
* ২০২৪ এর ২১ এপ্রিল পাকিস্তান-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি পর্যন্ত
আরও পড়ুন: