ক্রীড়া ডেস্ক
ওয়ানডে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে ২৭ জুন। সেদিনই বিশ্বকাপের সূচিও প্রকাশ করা হয়েছে। কিন্তু ভারত বিশ্বকাপের সবকিছু চূড়ান্ত হলেও পাকিস্তানের বিশ্বকাপ খেলা শঙ্কায় রয়েছে। তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
সেই শঙ্কা কাটাতে পাকিস্তান সরকারের কাছে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইট। দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণেই যে এই দ্বিধা, সেটা না বললেও চলে। গত এক দশক ধরে রাজনৈতিক বৈরিতার বলি হচ্ছে খেলাও।
সর্বশেষ ২০১২ সালে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে। এরপর আর কোনো সিরিজে মুখোমুখি হয়নি তারা। দ্বিপক্ষীয় সিরিজ এড়িয়ে গেলেও আইসিসির ইভেন্ট পাশ কাটানোর কোনো সুযোগ নেই। না খেললে নিজেদেরই ক্ষতি হবে। সেই দিক বিবেচনায় ভারতে খেলতে যেতে অনুমতি চেয়েছে পিসিবি। গত ২৬ জুন সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বোর্ড।
শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে নয়, গৃহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও চিঠি পাঠিয়েছে পিসিবি। চিঠির বিষয়ে পিসিবির এক সূত্র বলেছেন, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের অভিভাবক, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছি। সঙ্গে আন্তপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়, পররাষ্ট্র ও গৃহ মন্ত্রণালয়েও চিঠির কপি পাঠানো হয়েছে।’
সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে সূত্র আরও বলেছেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’
৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর পরের দিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। গ্রুপের ৯ ম্যাচ ৫ ভেন্যুতে খেলবে পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে।
ওয়ানডে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে ২৭ জুন। সেদিনই বিশ্বকাপের সূচিও প্রকাশ করা হয়েছে। কিন্তু ভারত বিশ্বকাপের সবকিছু চূড়ান্ত হলেও পাকিস্তানের বিশ্বকাপ খেলা শঙ্কায় রয়েছে। তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
সেই শঙ্কা কাটাতে পাকিস্তান সরকারের কাছে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইট। দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণেই যে এই দ্বিধা, সেটা না বললেও চলে। গত এক দশক ধরে রাজনৈতিক বৈরিতার বলি হচ্ছে খেলাও।
সর্বশেষ ২০১২ সালে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে। এরপর আর কোনো সিরিজে মুখোমুখি হয়নি তারা। দ্বিপক্ষীয় সিরিজ এড়িয়ে গেলেও আইসিসির ইভেন্ট পাশ কাটানোর কোনো সুযোগ নেই। না খেললে নিজেদেরই ক্ষতি হবে। সেই দিক বিবেচনায় ভারতে খেলতে যেতে অনুমতি চেয়েছে পিসিবি। গত ২৬ জুন সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বোর্ড।
শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে নয়, গৃহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও চিঠি পাঠিয়েছে পিসিবি। চিঠির বিষয়ে পিসিবির এক সূত্র বলেছেন, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের অভিভাবক, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছি। সঙ্গে আন্তপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়, পররাষ্ট্র ও গৃহ মন্ত্রণালয়েও চিঠির কপি পাঠানো হয়েছে।’
সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে সূত্র আরও বলেছেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’
৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর পরের দিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। গ্রুপের ৯ ম্যাচ ৫ ভেন্যুতে খেলবে পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে