ক্রীড়া ডেস্ক
নিরাপত্তার শঙ্কায় একের পর এক পাকিস্তান সফর বাতিল করেছিল দলগুলো। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও না খেলেই ফিরে আসে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ড সফরও পিছিয়ে দেয়।
অবশেষে পাকিস্তান ক্রিকেটের জন্য এল স্বস্তির খবর। আগামী মাসে দেশটিতে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ডিসেম্বরের এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে সিরিজ বাতিল হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে পাকিস্তানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর ও উপভোগ্য মৌসুম শুরু হবে। এরপর আছে পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রিয় দলগুলোর একটি।’
পাকিস্তানে করোনামুক্ত করতে কাজ করছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। রমিজের বিশ্বাস, সংস্থাটি আসন্ন সিরিজে উল্লেখযোগ্যসংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেবে।
২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটিতে তারা এবার ওয়ানডে খেলবে ১৫ বছর পর। আগামী ৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য তিন দিন সময় পাবে তারা।
১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ২২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। সব ম্যাচ হবে করাচিতে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। তাদের সফর শেষ হবে ৮ ডিসেম্বর। দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে নামতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
নিরাপত্তার শঙ্কায় একের পর এক পাকিস্তান সফর বাতিল করেছিল দলগুলো। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও না খেলেই ফিরে আসে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ড সফরও পিছিয়ে দেয়।
অবশেষে পাকিস্তান ক্রিকেটের জন্য এল স্বস্তির খবর। আগামী মাসে দেশটিতে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ডিসেম্বরের এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে সিরিজ বাতিল হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে পাকিস্তানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর ও উপভোগ্য মৌসুম শুরু হবে। এরপর আছে পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রিয় দলগুলোর একটি।’
পাকিস্তানে করোনামুক্ত করতে কাজ করছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। রমিজের বিশ্বাস, সংস্থাটি আসন্ন সিরিজে উল্লেখযোগ্যসংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেবে।
২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটিতে তারা এবার ওয়ানডে খেলবে ১৫ বছর পর। আগামী ৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য তিন দিন সময় পাবে তারা।
১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ২২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। সব ম্যাচ হবে করাচিতে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। তাদের সফর শেষ হবে ৮ ডিসেম্বর। দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে নামতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
১ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৩ ঘণ্টা আগে