Ajker Patrika

নিউজিল্যান্ড-ইংল্যান্ড সরে দাঁড়ালেও পাকিস্তানে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১২: ১০
নিউজিল্যান্ড-ইংল্যান্ড সরে দাঁড়ালেও পাকিস্তানে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

নিরাপত্তার শঙ্কায় একের পর এক পাকিস্তান সফর বাতিল করেছিল দলগুলো। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও না খেলেই ফিরে আসে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ড সফরও পিছিয়ে দেয়।

অবশেষে পাকিস্তান ক্রিকেটের জন্য এল স্বস্তির খবর। আগামী মাসে দেশটিতে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ডিসেম্বরের এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। 

ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে সিরিজ বাতিল হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে পাকিস্তানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর ও উপভোগ্য মৌসুম শুরু হবে। এরপর আছে পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রিয় দলগুলোর একটি।’ 

পাকিস্তানে করোনামুক্ত করতে কাজ করছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। রমিজের বিশ্বাস, সংস্থাটি আসন্ন সিরিজে উল্লেখযোগ্যসংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেবে। 

২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটিতে তারা এবার ওয়ানডে খেলবে ১৫ বছর পর। আগামী ৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য তিন দিন সময় পাবে তারা। 

১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ২২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। সব ম্যাচ হবে করাচিতে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। তাদের সফর শেষ হবে ৮ ডিসেম্বর। দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে নামতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত