ক্রীড়া ডেস্ক
বাজিতে জেতার পর লাভই হওয়ার কথা বাজিকরের। লাভটা অবশ্য হয়েছিল এবি ডি ভিলিয়ার্সেরও। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারের তাৎক্ষণিক লাভ এখন সর্বনাশ ডেকে এনেছে তাঁর সাবেক আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
কীভাবে বেঙ্গালুরুর সর্বনাশ ডেকে এনেছেন ডি ভিলিয়ার্স সেই বিষয়টা এবার পরিষ্কার করা যাক। নিজের সাবেক ক্লাবকে নিয়ে বাজি ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। বাজি অবশ্য কোনো টাকা-পয়সার ছিল না, ছিল জার্সি পরা নিয়ে। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান (৩১) বাজিটা ধরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিশের সঙ্গে।
গত ২৫ মে পাঞ্জাব কিংস-বেঙ্গালুরু ম্যাচে কে জিতবে তা নিয়ে বাজি ধরেছিলেন ডি ভিলিয়ার্স-স্টাইরিশ। স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্স ছিলেন নিজের সাবেক ক্লাবের পক্ষে। আর স্টাইরিশ ছিলেন পাঞ্জাব কিংসের পক্ষে। বেঙ্গালুরু জিতলে স্টাইরিশকে পরতে হবে বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলদের জার্সি। আর পাঞ্জাব জিতলে ডি ভিলিয়ার্সকে পরতে হবে চেন্নাই সুপার কিংসের জার্সি। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নদের হয়েই খেলেছিলেন কিউই অলরাউন্ডার।
পাঞ্জাবের বিপক্ষে সেদিন বেঙ্গালুরু ৪ উইকেটের জয় পাওয়ায় শর্ত অনুযায়ী কোহলিদের জার্সি গাঁয়ে দেন স্টাইরিশ। সেদিনের পর থেকে বেঙ্গালুরুরও সর্বনাশ শুরু। ৪৮ বছর বয়সী কিউই তারকার জার্সি গাঁয়ে দেওয়ার পর থেকেই যে জয় পায় না বেঙ্গালুরু। সর্বশেষ টানা ৫ ম্যাচে হেরেছে তারা। ম্যাচের দিন তাঁর গায়ে আরসিবির জার্সি মানেই কোহলিদের হার নিশ্চিত।
সামাজিক মাধ্যমে স্টাইরিশকে তাই ‘অপয়া’ নামে ডাকছেন নেটিজেনরা। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার বেঙ্গালুরুর দুর্ভাগ্য হিসেবে নিজেকে স্বীকারও করেছেন। ম্যাচ হারার পর তাই ডি ভিলিয়ার্সের সিদ্ধান্তের অপেক্ষার কথা জানিয়েছেন স্টাইরিশ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ডি ভিলিয়ার্স তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ কারণ যত দিন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জার্সি পরতে মানা করবেন না তত দিন তাঁর গায়ে দেখা যাবে বেঙ্গালুরুর জার্সি।
প্রিয় দল বেঙ্গালুরু এভাবে হারতে থাকায় স্টাইরিশকে নিজের সিদ্ধান্তের কথাও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি লিখেছেন, ‘দয়া করে অচিরেই জার্সি পরা বন্ধ কর!!!!’ এবার নিশ্চয়ই স্টাইরিশও জার্সি পরা বন্ধ করবেন এবং বেঙ্গালুরুর সমর্থকেরাও হাঁফ ছেড়ে বাঁচবেন। তবে দেখার বিষয় আগামী ম্যাচে ভাগ্যদেবী বেঙ্গালুরুর ওপর সহায় হন কিনা!
বাজিতে জেতার পর লাভই হওয়ার কথা বাজিকরের। লাভটা অবশ্য হয়েছিল এবি ডি ভিলিয়ার্সেরও। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারের তাৎক্ষণিক লাভ এখন সর্বনাশ ডেকে এনেছে তাঁর সাবেক আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
কীভাবে বেঙ্গালুরুর সর্বনাশ ডেকে এনেছেন ডি ভিলিয়ার্স সেই বিষয়টা এবার পরিষ্কার করা যাক। নিজের সাবেক ক্লাবকে নিয়ে বাজি ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। বাজি অবশ্য কোনো টাকা-পয়সার ছিল না, ছিল জার্সি পরা নিয়ে। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান (৩১) বাজিটা ধরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিশের সঙ্গে।
গত ২৫ মে পাঞ্জাব কিংস-বেঙ্গালুরু ম্যাচে কে জিতবে তা নিয়ে বাজি ধরেছিলেন ডি ভিলিয়ার্স-স্টাইরিশ। স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্স ছিলেন নিজের সাবেক ক্লাবের পক্ষে। আর স্টাইরিশ ছিলেন পাঞ্জাব কিংসের পক্ষে। বেঙ্গালুরু জিতলে স্টাইরিশকে পরতে হবে বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলদের জার্সি। আর পাঞ্জাব জিতলে ডি ভিলিয়ার্সকে পরতে হবে চেন্নাই সুপার কিংসের জার্সি। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নদের হয়েই খেলেছিলেন কিউই অলরাউন্ডার।
পাঞ্জাবের বিপক্ষে সেদিন বেঙ্গালুরু ৪ উইকেটের জয় পাওয়ায় শর্ত অনুযায়ী কোহলিদের জার্সি গাঁয়ে দেন স্টাইরিশ। সেদিনের পর থেকে বেঙ্গালুরুরও সর্বনাশ শুরু। ৪৮ বছর বয়সী কিউই তারকার জার্সি গাঁয়ে দেওয়ার পর থেকেই যে জয় পায় না বেঙ্গালুরু। সর্বশেষ টানা ৫ ম্যাচে হেরেছে তারা। ম্যাচের দিন তাঁর গায়ে আরসিবির জার্সি মানেই কোহলিদের হার নিশ্চিত।
সামাজিক মাধ্যমে স্টাইরিশকে তাই ‘অপয়া’ নামে ডাকছেন নেটিজেনরা। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার বেঙ্গালুরুর দুর্ভাগ্য হিসেবে নিজেকে স্বীকারও করেছেন। ম্যাচ হারার পর তাই ডি ভিলিয়ার্সের সিদ্ধান্তের অপেক্ষার কথা জানিয়েছেন স্টাইরিশ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ডি ভিলিয়ার্স তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ কারণ যত দিন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জার্সি পরতে মানা করবেন না তত দিন তাঁর গায়ে দেখা যাবে বেঙ্গালুরুর জার্সি।
প্রিয় দল বেঙ্গালুরু এভাবে হারতে থাকায় স্টাইরিশকে নিজের সিদ্ধান্তের কথাও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি লিখেছেন, ‘দয়া করে অচিরেই জার্সি পরা বন্ধ কর!!!!’ এবার নিশ্চয়ই স্টাইরিশও জার্সি পরা বন্ধ করবেন এবং বেঙ্গালুরুর সমর্থকেরাও হাঁফ ছেড়ে বাঁচবেন। তবে দেখার বিষয় আগামী ম্যাচে ভাগ্যদেবী বেঙ্গালুরুর ওপর সহায় হন কিনা!
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৩ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৪ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৬ ঘণ্টা আগে