নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আর একটি ম্যাচ আছে বাংলাদেশের। আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিতলেও সেমিফাইনালে ওঠার পথটা কঠিনই সাকিব আল হাসানদের। তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস এবং ভারত-জিম্বাবুয়ের ম্যাচের ফলের দিকেও। যেখানে ভারত ও প্রোটিয়ারাই ফেবারিট। তবে বৃষ্টি কিংবা অঘটন ঘটলে ভিন্ন কিছুও হতে পারে।
আজ অ্যাডিলেডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাসকিন আহমেদও এমনটাই জানালেন। অলৌকিক কিছু ঘটলে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। শেষ চার নিয়ে দল আসলে কী ভাবছে, এখনো সম্ভব কিনা–এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘দেখেন, এই গ্রুপের বেশিরভাগ ম্যাচই অনেক ইন্টারেস্টিং হচ্ছে। এখনো যেকোনো কিছু ঘটতে পারে। অলৌকিকভাবে হয়েও যেতে পারে।’
সেমিফাইনালে ওঠার চেয়েও পাকিস্তানের বিপক্ষে জেতাই দলের প্রধান লক্ষ্য বলে জানালেন তাসকিন, ‘ভালো খেলে ম্যাচটি জিততে চাই। যদি ম্যাচ জিততে পারি, পরে কী হবে, এই হিসেব-নিকেশ এগুলো পরে দেখা যাবে। মূল লক্ষ্য পরবর্তী ম্যাচটা জেতা।’
ভারতের বিপক্ষে খুব কাছাকাছি গিয়ে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমির স্বপ্ন আরও জোরাল হতো তাদের। দল হারলেও দারুণ বোলিং করেছেন তাসকিন। আগের দিন ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। ভারতের বিপক্ষে উইকেট না পেলেও ৪ ওভার মাত্র ১৫ রান দিয়েছেন। তাসকিন বলেন, ‘আমি আসলে প্রত্যেকটা ম্যাচে আমার শক্তিটা ফোকাস করছি। সবাই ভালো ব্যাটারের বিপক্ষে বোলিং করছে। আমি আমার শক্তিতে বিশ্বাস করছি।’
যেকোনো দলের জন্যই হার সব সময় কষ্টদায়ক। দলের হার খেলোয়াড়দের ঘুমও কেড়ে নেয়। জয়ের কাছাকাছি গিয়ে ভারতের কাছে হার নিয়ে তাসকিন বলেন, ‘হারলে যেকোনো ম্যাচেই খারাপ লাগে। ওই দিন রাতে ঘুমাতে আমাদের সবারই কষ্ট হয়, সত্যি কথা যেটা। ম্যাচ হেরেছি এটা অবশ্যই খারাপ লেগেছে।’
হতাশা নিয়ে বসে থাকতে চান না তাসকিন। হারের ম্যাচ থেকেই শেখা যায় বেশি। সেটাই যেন এই ফাস্ট বোলারের ভাষা, ‘এখান থেকে অনেক কিছু ইতিবাচক নেওয়ার আছে। ভালো ক্রিকেট খেলছি, উন্নতি করছি। দোয়া করবেন যেন শেষটা ভালো করে আমরা যেতে পারি।’
পাকিস্তান গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এক রকম উড়িয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ সামনের ম্যাচে পাকিস্তানকে হারানোর ক্ষমতা রাখে কিনা, এই প্রশ্নে বাস্তবতার নিরীখে তাসকিনের উত্তর, ‘না ওরা, আমাদের চেয়ে এগিয়ে আছে দলীয়ভাবে। এটা সবাই জানে, পাকিস্তান ভালো দল আমাদের চেয়ে। কিন্তু আমাদের মূল লক্ষ্য উন্নতি করা। আমিও আগেও বলেছি, আমরা সেরা দল হয়ে যাইনি; কিন্তু হবো ইনশাআল্লাহ।’
অন্য সংস্করণের চেয়ে টি–টোয়ন্টি খেলাটা একটু ভিন্ন তাসকিনের কাছে, ‘আসলে টি-টোয়েন্টি খেলাটা একটু ভিন্ন। ভবিষ্যদ্বাণী করা কঠিন। একটা ওভারেই দৃশ্যপট বদলে যেতে পারে। বোলাররা যদি ভালো বোলিং করতে পারি, আমরা যদি আগে বোলিং করি, ওদেরকে ১৫০ এর মধ্যে আটকাতে পারি, তাহলে হয় তো আমাদের চেজ করা সম্ভব। আগে যদি ব্যাটিং করি, একটু ভালো স্কোর হয়। আমাদের নির্ভর করার সামর্থ্য আছে। ভালো ক্রিকেট খেললে জিততে পারব, এই আশাটা আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আর একটি ম্যাচ আছে বাংলাদেশের। আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিতলেও সেমিফাইনালে ওঠার পথটা কঠিনই সাকিব আল হাসানদের। তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস এবং ভারত-জিম্বাবুয়ের ম্যাচের ফলের দিকেও। যেখানে ভারত ও প্রোটিয়ারাই ফেবারিট। তবে বৃষ্টি কিংবা অঘটন ঘটলে ভিন্ন কিছুও হতে পারে।
আজ অ্যাডিলেডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাসকিন আহমেদও এমনটাই জানালেন। অলৌকিক কিছু ঘটলে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। শেষ চার নিয়ে দল আসলে কী ভাবছে, এখনো সম্ভব কিনা–এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘দেখেন, এই গ্রুপের বেশিরভাগ ম্যাচই অনেক ইন্টারেস্টিং হচ্ছে। এখনো যেকোনো কিছু ঘটতে পারে। অলৌকিকভাবে হয়েও যেতে পারে।’
সেমিফাইনালে ওঠার চেয়েও পাকিস্তানের বিপক্ষে জেতাই দলের প্রধান লক্ষ্য বলে জানালেন তাসকিন, ‘ভালো খেলে ম্যাচটি জিততে চাই। যদি ম্যাচ জিততে পারি, পরে কী হবে, এই হিসেব-নিকেশ এগুলো পরে দেখা যাবে। মূল লক্ষ্য পরবর্তী ম্যাচটা জেতা।’
ভারতের বিপক্ষে খুব কাছাকাছি গিয়ে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমির স্বপ্ন আরও জোরাল হতো তাদের। দল হারলেও দারুণ বোলিং করেছেন তাসকিন। আগের দিন ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। ভারতের বিপক্ষে উইকেট না পেলেও ৪ ওভার মাত্র ১৫ রান দিয়েছেন। তাসকিন বলেন, ‘আমি আসলে প্রত্যেকটা ম্যাচে আমার শক্তিটা ফোকাস করছি। সবাই ভালো ব্যাটারের বিপক্ষে বোলিং করছে। আমি আমার শক্তিতে বিশ্বাস করছি।’
যেকোনো দলের জন্যই হার সব সময় কষ্টদায়ক। দলের হার খেলোয়াড়দের ঘুমও কেড়ে নেয়। জয়ের কাছাকাছি গিয়ে ভারতের কাছে হার নিয়ে তাসকিন বলেন, ‘হারলে যেকোনো ম্যাচেই খারাপ লাগে। ওই দিন রাতে ঘুমাতে আমাদের সবারই কষ্ট হয়, সত্যি কথা যেটা। ম্যাচ হেরেছি এটা অবশ্যই খারাপ লেগেছে।’
হতাশা নিয়ে বসে থাকতে চান না তাসকিন। হারের ম্যাচ থেকেই শেখা যায় বেশি। সেটাই যেন এই ফাস্ট বোলারের ভাষা, ‘এখান থেকে অনেক কিছু ইতিবাচক নেওয়ার আছে। ভালো ক্রিকেট খেলছি, উন্নতি করছি। দোয়া করবেন যেন শেষটা ভালো করে আমরা যেতে পারি।’
পাকিস্তান গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এক রকম উড়িয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ সামনের ম্যাচে পাকিস্তানকে হারানোর ক্ষমতা রাখে কিনা, এই প্রশ্নে বাস্তবতার নিরীখে তাসকিনের উত্তর, ‘না ওরা, আমাদের চেয়ে এগিয়ে আছে দলীয়ভাবে। এটা সবাই জানে, পাকিস্তান ভালো দল আমাদের চেয়ে। কিন্তু আমাদের মূল লক্ষ্য উন্নতি করা। আমিও আগেও বলেছি, আমরা সেরা দল হয়ে যাইনি; কিন্তু হবো ইনশাআল্লাহ।’
অন্য সংস্করণের চেয়ে টি–টোয়ন্টি খেলাটা একটু ভিন্ন তাসকিনের কাছে, ‘আসলে টি-টোয়েন্টি খেলাটা একটু ভিন্ন। ভবিষ্যদ্বাণী করা কঠিন। একটা ওভারেই দৃশ্যপট বদলে যেতে পারে। বোলাররা যদি ভালো বোলিং করতে পারি, আমরা যদি আগে বোলিং করি, ওদেরকে ১৫০ এর মধ্যে আটকাতে পারি, তাহলে হয় তো আমাদের চেজ করা সম্ভব। আগে যদি ব্যাটিং করি, একটু ভালো স্কোর হয়। আমাদের নির্ভর করার সামর্থ্য আছে। ভালো ক্রিকেট খেললে জিততে পারব, এই আশাটা আছে।’
পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।
২৭ মিনিট আগেটানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে