নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুপুর দেড়টায় মিরপুরে শুরু হয়েছে বিপিএলে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একদিকে দুই দলের সমর্থকের স্লোগানে মুখরিত স্টেডিয়াম প্রাঙ্গণ। পাশাপাশি আরেক পাশে চলছে বকেয়া বেতনের দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন। সেটিও আবার বিপিএলের মাঝেই।
মূলত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ঠিকভাবে বেতন না পাওয়ার অভিযোগে এই মানববন্ধন করেছেন আজ। গত দুই বছর ধরে ৮০ শতাংশের বেশি বেতন বকেয়ার অভিযোগ তাঁদের।
সর্বশেষ ডিপিএলে ব্রাদার্সের হয়ে খেলা পেসার মানিক খান আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমাদের সব ক্রিকেটারের ৮০ শতাংশের বেশি বেতন বকেয়া। এর মধ্যে এক চুক্তি অনুযায়ী ৭০ শতাংশ পরিশোধ করার কথা ছিল ফরচুনের (বরিশাল) মালিক মিজানুর রহমানের। তিনি টাকা না দেওয়ায় মূলত ক্লাব টাকা বুঝিয়ে দিতে পারছে না আমাদের।’
ফরচুনের মালিক মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বর্তমান বিসিবির কাউন্সিলর। মানববন্ধনে এক ক্রিকেটার বলেছেন, ‘আমরা ক্রিকেটটা পেশাদার জায়গা থেকে খেলি। আমরা যদি এখান আর্থিকভাবে স্বাবলম্বী না হই, এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। আমাদের দুই বছর বেতন বকেয়া। বছরপ্রতি ৭০ শতাংশ হিসেবে দুই বছর মিলিয়ে ১৪০ শতাংশ বেতন বকেয়া।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার মোহাম্মদ আমিন খান, অধিনায়ক মিজানুর রহমান, মইন খান, মাইশুকুর রহমানরা। অধিনায়ক মিজানও আহ্বান জানিয়েছেন, চুক্তি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করা হয়।
দুপুর দেড়টায় মিরপুরে শুরু হয়েছে বিপিএলে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একদিকে দুই দলের সমর্থকের স্লোগানে মুখরিত স্টেডিয়াম প্রাঙ্গণ। পাশাপাশি আরেক পাশে চলছে বকেয়া বেতনের দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন। সেটিও আবার বিপিএলের মাঝেই।
মূলত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ঠিকভাবে বেতন না পাওয়ার অভিযোগে এই মানববন্ধন করেছেন আজ। গত দুই বছর ধরে ৮০ শতাংশের বেশি বেতন বকেয়ার অভিযোগ তাঁদের।
সর্বশেষ ডিপিএলে ব্রাদার্সের হয়ে খেলা পেসার মানিক খান আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমাদের সব ক্রিকেটারের ৮০ শতাংশের বেশি বেতন বকেয়া। এর মধ্যে এক চুক্তি অনুযায়ী ৭০ শতাংশ পরিশোধ করার কথা ছিল ফরচুনের (বরিশাল) মালিক মিজানুর রহমানের। তিনি টাকা না দেওয়ায় মূলত ক্লাব টাকা বুঝিয়ে দিতে পারছে না আমাদের।’
ফরচুনের মালিক মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বর্তমান বিসিবির কাউন্সিলর। মানববন্ধনে এক ক্রিকেটার বলেছেন, ‘আমরা ক্রিকেটটা পেশাদার জায়গা থেকে খেলি। আমরা যদি এখান আর্থিকভাবে স্বাবলম্বী না হই, এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। আমাদের দুই বছর বেতন বকেয়া। বছরপ্রতি ৭০ শতাংশ হিসেবে দুই বছর মিলিয়ে ১৪০ শতাংশ বেতন বকেয়া।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার মোহাম্মদ আমিন খান, অধিনায়ক মিজানুর রহমান, মইন খান, মাইশুকুর রহমানরা। অধিনায়ক মিজানও আহ্বান জানিয়েছেন, চুক্তি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করা হয়।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে