ক্রীড়া ডেস্ক
বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
এভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
১ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
২ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৩ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৪ ঘণ্টা আগে