নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে এলেন ক্রীড়া উপদেষ্টা। বেলা ১১টা থেকে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও সমর্থকদের ভিড়।
স্টেডিয়ামে পা রাখতেই আসিফ মাহমুদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন ক্রীড়া সংগঠকেরা। বিসিবি পরিচালকদের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান সংগঠক-সামর্থকেরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান। একটু পর ব্যক্তিগত গাড়িতে করে মিরপুরে স্টেডিয়ামে উপস্থিত হন তামিম ইকবাল।
মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে যান আসিফ মাহমুদ। তামিম-সুজনরা তাঁকে মিরপুরের মাঠ, গ্যালারি, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরিয়ে দেখান। পরিদর্শনের পর আবারও বিসিবি কার্যালয়ে বসেন তাঁরা। ছিলেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও।
যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ বলেছিলেন, সিস্টেমে সংস্কার আনতে চান তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন।
এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন অনেকটা নেতৃত্বশূন্যতা কিংবা নির্জীব সময় পার করছে। অনেক পরিচালক দেশের বাইরে চলে গেছেন। দ্রুতই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের বেশির ভাগ ক্রীড়া ফেডারেশনের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত। আমরা এসব বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেব। ক্রীড়া ফেডারেশনগুলোয় সর্বোচ্চ রাজনৈতিক সংশ্লিষ্টতা কমিয়ে আনার চেষ্টা করব।’
কোনো ক্রীড়া ফেডারেশনে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না, গণতন্ত্র ফেরানোর কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমাদের পরিকল্পনা করছি যারা অপকর্মে লিপ্ত, তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা। ক্রীড়া ফেডারেশনগুলোয় গণতন্ত্র চর্চার বাস্তবায়ন করা। যেন কেউ একনায়কতন্ত্র চর্চার সুযোগ না পায়।’
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে এলেন ক্রীড়া উপদেষ্টা। বেলা ১১টা থেকে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও সমর্থকদের ভিড়।
স্টেডিয়ামে পা রাখতেই আসিফ মাহমুদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন ক্রীড়া সংগঠকেরা। বিসিবি পরিচালকদের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান সংগঠক-সামর্থকেরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান। একটু পর ব্যক্তিগত গাড়িতে করে মিরপুরে স্টেডিয়ামে উপস্থিত হন তামিম ইকবাল।
মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে যান আসিফ মাহমুদ। তামিম-সুজনরা তাঁকে মিরপুরের মাঠ, গ্যালারি, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরিয়ে দেখান। পরিদর্শনের পর আবারও বিসিবি কার্যালয়ে বসেন তাঁরা। ছিলেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও।
যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ বলেছিলেন, সিস্টেমে সংস্কার আনতে চান তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন।
এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন অনেকটা নেতৃত্বশূন্যতা কিংবা নির্জীব সময় পার করছে। অনেক পরিচালক দেশের বাইরে চলে গেছেন। দ্রুতই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের বেশির ভাগ ক্রীড়া ফেডারেশনের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত। আমরা এসব বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেব। ক্রীড়া ফেডারেশনগুলোয় সর্বোচ্চ রাজনৈতিক সংশ্লিষ্টতা কমিয়ে আনার চেষ্টা করব।’
কোনো ক্রীড়া ফেডারেশনে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না, গণতন্ত্র ফেরানোর কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমাদের পরিকল্পনা করছি যারা অপকর্মে লিপ্ত, তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা। ক্রীড়া ফেডারেশনগুলোয় গণতন্ত্র চর্চার বাস্তবায়ন করা। যেন কেউ একনায়কতন্ত্র চর্চার সুযোগ না পায়।’
আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
১৯ মিনিট আগেটেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
২ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১১ ঘণ্টা আগে